১.৫ লক্ষ টাকা পারিশ্রমিকে শুরু কেরিয়ার, কার্তিক আরিয়ানের এখনকার পারিশ্রমিক জানলে ভিড়মি খাবেন

বলিউডে (Bollywood) শুধু নেপোটিজম চলবে না আর। নেপোটিজমের ট্রেন্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করণ জোহরের সঙ্গে শত্রুতা করেও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) বলিউডের মাটিতে নিজের ভিত শক্ত করে দেখিয়ে দিয়েছেন কীভাবে নিজের স্বপ্ন পূরণের পথে টিকে থাকতে হয়। ২০১১ সালে তিনি বলিউডে পা রেখেছিলেন। দশ বছরের মধ্যেই তার নাম বলিউডের টপ অভিনেতাদের মধ্যে গণ্য হয় এখন।

‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে কার্তিক আরিয়ানের অভিনয়ের জার্নি শুরু হয়েছিল। প্রথম ছবিতেই তিনি রীতিমত বাজিমাত করে ফেলেছিলেন। তাকে অবশ্য হাত ধরে বলিউডে নিয়ে এসেছিলেন করন জোহার। প্রথম ছবির সাফল্যের পর কার্তিককে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পেতে থাকেন।

তবে এরই মধ্যে আবার করন জোহরের সঙ্গে তার তুমুল বিবাদ বেঁধে যায়। যে কারণে করন তাকে তার ছবি থেকে বাদ দিয়ে দেন। শোনা যাচ্ছিল, ছবিতে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার কারণেই নাকি কার্তিককে বাদ দিতে বাধ্য হন করন। যদিও এই বিষয় নিয়ে পরে আর মুখ খুলতে চাননি অভিনেতা। তবে করনের ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়লেও ‘ভুলভুলাইয়া ২’ থেকে তুমুল সাফল্য পান তিনি। এরপর স্বাভাবিকভাবেই ঘুরে যায় তার ভাগ্যের মোড়।

২০২২ সালটা বেশ ভালই কেটেছে কার্তিকের। তার ‘ভুলভুলাইয়া ২’ ছবিটি দারুণ সারা ফেলেছে। এরপর তিনি ’ধামাকা’ ছবিতে অভিনয় করেন। সম্প্রতি ‘আপকি আদালতে’ উপস্থিত হয়ে কার্তিক বর্তমানে তার ছবি থেকে উপার্জন নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেতা জানিয়েছেন তিনি নাকি ‘ধামাকা’ ছবিতে মাত্র ১০ দিন কাজ করে ২০ কোটি টাকা নিয়েছেন। তার এই ছবিটি ওটিটিতে ঝড় তুলেছে।

কার্তিক যখন প্রথমবার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তখন প্রথম প্রথম তার পারিশ্রমিক ছিল খুবই কম। আজ থেকে দশ বছর আগে কার্তিকের মত নবাগত অভিনেতারা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলে লাখের ঘরে পারিশ্রমিক বেতন। যেমন কার্তিক পেয়েছিলেন দেড় লক্ষ টাকা। সেখান থেকে তিনি তার পারিশ্রমিক আজ কোটির পর্যায়ে নিয়ে গিয়েছেন।

Kartik Aaryan Victim of Bollywood Nepotism

করণ জোহর একবার বলিউডের নবাগত অভিনেতাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন ছবি হিট দেওয়ার ক্ষমতা না থাকলেও এখনকার উঠতি নায়কেরা তারকাদের মত পারিশ্রমিক দাবি করে বসেন। তবে কার্তিক কিন্তু সংবাদ মাধ্যমের কাছে সাফ সাফ জানিয়েছেন তিনি টাকার লোভি নন। তিনি ভাল চিত্রনাট্যের লোভি।