কয়েক সপ্তাহ ধরে খবরের কেন্দ্রবিন্দুতে কর্ণাটক। পরবর্তী ৫ বছরের জন্য কে বসবে মুখ্যমন্ত্রীর চেয়ারে? তা জানতে সবার নজর ছিল কর্ণাটকের দিকে। একক সংখ্যা গরিষ্ঠাতা পায়নি কোনও দলই। কংগ্রেসের লক্ষ্য ছিল কোনওভাবেই বিজেপি-কে সরকারে আসতে না দেওয়া। পরিকল্পনায় সফল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন জোট প্রার্থী জেডি (এস)-র এইচ ডি কুমারস্বামী।
মুখ্যমন্ত্রীত্বের শপথ নেওয়াটুকুই যা বাকি। সবার আগ্রহ এখন কুমারস্বামীকে নিয়ে। রাজনীতির বাইরেও তাঁকে নিয়ে কাটাছেড়া চলছে অনবরত। এমনকি তাঁর স্ত্রীকে নিয়েও শোনা যাচ্ছে হাজার কথা। গুগল সার্চে প্রথম সারিতে উঠে এসেছে কুমারস্বামীর স্ত্রী। নিন্দুকেরা বলছে, জনপ্রিয়তায় স্ত্রী রাধিকা স্বামী কুমারস্বামীকে ১০ গোল দিচ্ছেন। এখানে আমরা জেনে নেব এইচ ডি কুমারস্বামীর স্ত্রীর সম্পর্কে কিছু তথ্য।
১) রাধিকা কুমারস্বামীর পেশা
রাধিকা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী এবং প্রযোজক। মুখ্যমন্ত্রী পদে স্বামীর সম্ভাবনার কথা জানার পর থেকেই উত্তেজিত রাধিকা।
২) প্রথম সিনেমা
নবম শ্রেণীতে পড়ার সময় মাত্র ১৬ বছর বয়সে রূপালী পর্দায় আসেন রাধিকা। ২০০২ সালে একটি কন্নড় চলচ্চিত্রে ডেবিউ করেন তিনি। আবির্ভাবেই সফল। পরের দুই বছরে পরপর পাচটির বেশী সিনেমায় অভিনয় করেছেন।
৩) প্রথম বিয়ে
মাত্র ১৪ বছর বয়সে স্থানীয় দুর্গা পরমেশ্বরী মন্দিরে রতন কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানা গিয়েছে। রাধিকার বাবার দাবি মেয়েকে জোর করে বিয়ে করেছে রতন। চলচ্চিত্র দুনিয়ায় আর রাধিকা কাজ পাবে না ভেবে ২০০২ সালে মেয়েকে রতনের কাছ থেকে নিয়ে চলে আসেন।
৪) প্রথম বিয়ে নিয়ে আরও বিতর্ক
রাধিকার বাবার দাবি, মেয়ের গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল রতন। তবে এসবই জানা যায় নায়িকা হিসাবে রাধিকা প্রতিষ্ঠিত হবার পর। দুঃখের বিষয়, ২০০২ সালে রতন কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
৫) সফল কর্মজীবন
মাত্র ৩১ বছর বয়সে ৩০টির বেশি ছবি করেছেন রাধিকা। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে।
৬) এইচ ডি কুমারস্বামীর দ্বিতীয় স্ত্রী রাধিকা
আশ্চর্যের বিষয়, ১৯৮৬ সালে কুমারস্বামী যখন প্রথম বিয়ে করেন তখন রাধিকার জন্মই হয়নি। নিখিল গৌড়া নামে কুমারস্বামীর প্রথম পক্ষের ছেলে আছে।
৭) কুমারস্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে ধন্দ
অভিনেত্রী রাধিকার সঙ্গে কুমারস্বামীর সম্পর্ক গোপনেই ছিল। তবে বেশিদিন থাকেনি। যে কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক বন্ধুত্ব, সেই কংগ্রেসের তরফেই ফাঁস করা হয়েছিল এ তথ্য। বলা ভাল, কুমারস্বামীর আক্রমণের মুখে পড়েই পালটা চাল চেলেছিলেন কংগ্রেসের রম্যা। দ্বিতীয় স্ত্রীর কথা কেন গোপন করে রাখেন কুমারস্বামী, সে প্রশ্ন তোলেন তিনি।
প্রায় বছর দুই আগের সেই কংগ্রেসের সঙ্গে বিবাদের সূত্রেই অনেকে জানতে পেরেছিলেন, অভিনেত্রী রাধিকাকে বিয়ে করেছেন কুমারস্বামী।
৮) রাধিকার সঙ্গে বিয়ে গোপনে
কুমারস্বামীর থেকে রাধিকা ২৭ বছরের ছোট। ২০১০ সালে রাধিকাই প্রথম জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন। ২০১৩ সালে তাঁর দ্বিতীয় এবং শেষ প্রযোজনায় নির্মিত সিনেমায় কুমারস্বামীর ছবি ব্যবহার করেন রাধিকা।
৯) বিয়ের বিরুদ্ধে পিআইএল দায়ের
দ্বিতীয় বিয়ে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কুমারস্বামীর বিরুদ্ধে। হিন্দু বিবাহ আইন লংঘন করছেন কুমারস্বামী এই মর্মে আদালত পর্যন্ত জল গড়ায়। যদিও তা ধোপে টেকেনি। প্রমাণাভাবে সে মামলা খারিজ হয়ে যায়।
১০) পুরস্কার এবং স্বীকৃতি
২০০৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘তায়ি ইল্লাদা তব্বালি’ সিনেমায় অভিনয় করে জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার। লাজুক চরিত্রের রাধিকার প্রযোজনা সংস্থার নাম ‘সমীক্ষা প্রোডাকশন’।
১১) বাড়তি দুয়েক
মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবির অন্ধভক্ত রাধিকা। প্রতিভাবান নর্তকী হিসাবেও ইন্ডাস্ট্রিতে রাধিকার নামডাক আছে।
আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন
সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হন : Facebook Instagram Twitter