অবশেষে সমস্ত অপেক্ষার অবসান।সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান। দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। দাদা হলেন ছোট্ট তৈমুর। ফের খুশির হাওয়া পাতৌদি পরিবারে। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর।
Kareena Kapoor Khan and Saif Ali Khan blessed with a baby boy, announces their relative Riddhima Kapoor Sahni
(file photo) pic.twitter.com/BhS7YIi8Mn
— ANI (@ANI) February 21, 2021
অন্তঃস্বত্ত্বা থাকাকালীন ঘরে বসে থাকেননি করিনা। ‘লাল সিংহ চড্ডা’ ছবির জন্য শ্যুটিং করেছেন অভিনেত্রী। বিভিন্ন ধরনের বিজ্ঞাপণীর শ্যুটেও দেখা গিয়েছে তাঁকে। পূর্ণ গর্ভাবস্থাতেও ক্যামেরার সামনে পোজ দিয়েছে বেবো। সে সব ছবি পোস্ট করেছিলেন নিজেও ইনস্টাগ্রাম প্রোফাইলেও।
View this post on Instagram
বলিউডের বহু স্টারের তুলনায় এ ব্যাপারে তৈমুরের জনপ্রিয়তা যে অনেক বেশি, তা স্বীকার করে গোটা বলিউডও৷ তাই দেশের মানুষ অধীর অপেক্ষায় ছিল তৈমুরের ভাই বা বোনের ভূমিষ্ঠ হওয়ার খবর নিয়ে৷ এমনকী, বিরুষ্কার মেয়ে হওয়ার পর নেটিজেনরা বলতে শুরু করেছিলেন, যে তৈমুরের জনপ্রিয়তায় ভাগ বসাতে এসেছেন বিরুষ্কা কন্যা ভেদিকা৷