বলিউডের এই সুন্দরীকে ভালবাসতেন করণ জোহার, পরিচয় জানলে চমকে যাবেন

এই বলিউড সুন্দরীকে ভালবেসে আজীবন অবিবাহিত থেকে গেলেন করণ জোহর

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi film industry)-র জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক হলেন করণ জোহর (Karan Johar)। তবে পরিচালনার পাশাপাশি অভিনয় এবং সঞ্চালনা করতে দেখা গিয়েছে করণকে। তার পরিচালনায় নির্মিত বহু ছবি দর্শকদের মনজয় করেছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাকে কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি।

তবে খুব শীঘ্রই তাকে আবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে তার কর্ম জীবনের মতো তার ব্যক্তিগত জীবনও দর্শকমহলে যথেষ্ট চর্চিত। বিশেষ করে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও কখনও প্রকাশ্যে এই বিষয়ে নিয়ে কথা বলেননি তিনি।

KARAN JOHAR

তবে এবার নিজের ৫১ তম জন্মদিনে তার স্বপ্নের নায়িকার নাম প্রকাশ্যে এনেছেন তিনি। তার প্রিয় এই সুন্দরী নায়িকা এক সময় বলিউডের ছবিতেও অভিনয় করেছে। যদিও এখন নয়, অনেক ছোটবেলায় করণ‌ এই নায়িকার প্রেমে পরেছিলেন তিনি।

বর্তমান সময় এই নায়িকাকে বলিউডের ছবিতে আর দেখা যায় না কিন্তু তাও করণ আজও ভালোবাসে এই নায়িকাকে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে করণ জোহরের প্রিয় এই অভিনেত্রী কে? আসলে করণ জোহরের এই প্রিয় নায়িকা কিন্তু এখন এক জনপ্রিয় অভিনেতার স্ত্রী।

Twinkle Khanna

জনপ্রিয় এই নায়িকার নাম হল টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। বর্তমানে অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)-এর স্ত্রী হলেন তিনি। তবে ছোটবেলায় করণের প্রিয় বন্ধু ছিলেন টুইঙ্কেল। এক সময় একই বোর্ডিং স্কুলে পড়তেন তারা দুজনে। সেই সময় প্রথম দেখাতেই টুইঙ্কলের প্রেমে পরেছিলেন করণ।

Twinkle Khanna

আরও পড়ুন : সেক্স চেঞ্জ করে করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন! বলিউড তারকার কীর্তি ফাঁস হতেই চমকে যাচ্ছেন ভক্তরা

করণ টুইঙ্কলকে এতটাই ভালবাসতেন যে ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) ছবির টিনা চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে টুইঙ্কল খান্নাকে বলেছিলেন তিনি। কিন্তু টুইঙ্কল তার প্রস্তাবে রাজি হননি বলে এই ছবিতে টিনা চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জি (Rani Mukerji)। তার এই প্রত্যাখ্যানের পর ভেঙে পড়েছিলেন করণ জোহর। এরপরেই টুইঙ্কল বিয়ে করেছিলেন অক্ষয়কে।

আরও পড়ুন : করণ জোহর থেকে আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রার প্রেমিকাদের লিস্ট দেখলে চমকে উঠবেন আপনি