সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচটা দিন। তাকে হারানোর ক্ষত এখনও তার পরিবার-পরিজন, প্রিয় জন এবং কোটি কোটি অনুরাগীর মনে দগদগে। টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেতা হলেও তার পরিধি ছিল ব্যাপক। বিশেষত বিগবসের মঞ্চ তাকে এই খ্যাতি এনে দিয়েছিল। বিগবসের সঙ্গে তার বহু স্মৃতি জড়িয়ে আছে। সেই বিগবস ওটিটি (Big Boss OTT) মঞ্চ থেকে তাকে শেষ বিদায় জানাতে গিয়ে চোখের জলে ভাসলেন সঞ্চালক করণ জোহর (Karan Johar)।
গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সেই সিদ্ধার্থ শুক্লার জীবনের গতি থেমে গিয়েছে। তার আকস্মিক মৃত্যুর শোক এত সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। সারা বলিউডেই কঠিন মুহূর্তে তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। বরুণ ধাওয়ান, রাজকুমার রাওয়ের মতে অভিনেতারা সিদ্ধার্থের পরিবারকে সামলাচ্ছেন। সালমান খানও তার মৃত্যুতে শোকাহত।
টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা হওয়া সত্বেও বিগ বসের মঞ্চ সিদ্ধার্থ শুক্লার জনপ্রিয়তা এক লাফে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বিগ বস সিজন ১৩তে জয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। এই মঞ্চ থেকে তিনি অনেক কিছু পেয়েছেন। কোটি কোটি মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনই পেয়েছেন নিজের প্রেমিকা শেহনাজকে। সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্ক দর্শকের মুখে মুখে ফিরেছে। দর্শক তাদের ভালোবেসে নাম দিয়েছিলেন সিডনাজ।
তবে দর্শকের প্রিয় জুটিতেই ভাঙ্গন ধরিয়ে চলে গেলেন সিদ্ধার্থ। বিগ বসের মঞ্চ থেকে তাই সিদ্ধার্থের স্মরণে গত রবিবার একটি বিশেষ ভিডিও বানিয়ে সম্প্রচার করা হয়েছিল। সিদ্ধার্থের স্মৃতিবিজড়িত সেই ভিডিও দেখে আবেগে আপ্লুত দর্শক। এই ভিডিও দেখার পর চোখের জল ধরে রাখতে পারলেন না সঞ্চালক করণ জোহরও। সিদ্ধার্থের মতো একজন মানুষের এভাবে চলে যাওয়া প্রসঙ্গে সিদ্ধার্থ স্পেশাল ওই বিশেষ এপিসোডে নিজের মতামত ব্যক্ত করলেন তিনি।
View this post on Instagram
অশ্রু ভেজা চোখে করণ জোহর বলেন, “এখনও আমাদের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন। আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারি না যে সিড আর নেই। সিড একজন ভালো সন্তান ছিলেন, ভালো বন্ধু ও সর্বোপরি একজন ভালো মানুষ। ওঁর ইতিবাচক মানসিকতা, ওঁর হাসি সহজেই কয়েকলক্ষ অনুরাগীর মন জয় করে নিয়েছিল। সারা বিশ্ব জুড়ে তোমার এতো অনুরাগী প্রমাণ করে দিল যে তোমায় সকলে কত ভালোবাসত। তোমাকে আমরা মিস করবই। এই শো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তি দরকার। কিন্তু কথায় আছে ‘শো মাস্ট গো অন’।”
আরও পড়ুন : ‘আমাকে চুমু খাও’, বিগবসের ঘরে প্রকাশ্য যৌনতায় মত্ত শমিতা শেঠি
https://twitter.com/sonmishr/status/1434523389511622660
আরও পড়ুন : মৃত্যুর আগে সিদ্ধার্থ শুক্লার শেষ পোস্ট, কী লেখা তাতে
উল্লেখ্য, বিগ বস ওটিটির প্রতিযোগিতা শুরু হওয়ার আগেও এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে প্রেমিকা শেহনাজকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সিদ্ধার্থ। সেই স্মৃতি দর্শকের মনে উজ্জ্বল। সিডনাজ জুটিকে একত্রে বিয়ের মন্ডপে দেখতে চেয়েছিলেন অনেকেই। সম্ভবত চলতি বছরের ডিসেম্বর মাসেই তাদের চার হাত এক হতে চলেছিল। তবে তার আগেই চলে গেলেন সিদ্ধার্থ।