সেলসম্যান থেকে কোটিপতি, কত টাকার মালিক কাঞ্চন মল্লিক

ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। টলিউডের এই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Bandyopadhyay)। শুধু তাই নয়, সহ-অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Shreemoyee Chattaraj) সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েও চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ছে, আর সেই গুঞ্জনের পারদ চড়াচ্ছেন তার স্ত্রী নিজেই। কাঞ্চন এবং শ্রীময়ীর বিরুদ্ধে শনিবার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন পিঙ্কি।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে জেরবার অভিনেতা কাঞ্চন মল্লিক। প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক খুব ছোট বয়স থেকে সাংসারিক টানাপোড়েনের মধ্যেই মানুষ হয়েছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কাঞ্চন। ইন্ডাস্ট্রিতে আজ যে তার এত প্রভাব-প্রতিপত্তি, তা কিন্তু একদিনে হয়নি। অভিনয়ে প্রতি তার ভালোবাসা ছিল খুব ছোট বয়স থেকেই। থিয়েটারের মঞ্চে অভিনয় করতে করতেই কখন যেন কাঞ্চন মল্লিক সকলের মন ভালো করার কারিগর হয়ে উঠলেন।

১৯৭০ সালে কলকাতার কালীঘাট এলাকায় জন্ম কাঞ্চন মল্লিকের। তার বাবা ছিলেন কারখানার একজন কর্মী। ছোটবেলাটা অভাবের সংসারেই কেটেছে তার। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ১৯৮৭ সালে মাধ্যমিক পাশ করেন কাঞ্চন। এরপর কমার্স নিয়ে কলেজে ভর্তি হন। পরিবারের বড় সন্তান হওয়ার দরুণ খুব ছোট বয়স থেকেই কাজ করতে শুরু করেন কাঞ্চন। কখনো সেলসম্যান হিসেবে লোকের বাড়ির দরজায় দরজায় ঘুরে জিনিসপত্র বিক্রি করেছেন, কখনো আবার পার্লারের ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।

Kanchan Mullick

কাজের পাশাপাশি অভিনয় নিয়ে নিজের স্বপ্নও বুনে চলেছিলেন তিনি। থিয়েটার মারফত তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়। ২০০২ সালে সুপারস্টার জিৎয়ের সাথী ছবিতে অভিনয় করে টলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন কাঞ্চন। টলিউডের একের পর এক ছবিতে অভিনয় করে তিনি ক্রমশ দর্শকের মনে কমেডিয়ান হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও কাজ করেছেন কাঞ্চন।

ধারাবাহিকে কাজ করতে করতেই তিনি তার মনের মানুষকে খুঁজে পেয়েছিলেন। “সংসার সুখের হয় রমনীর গুনে” ধারাবাহিকে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছিলেন তার সহ-অভিনেত্রী। কাজের সূত্রেই তাদের আলাপ। এরপর প্রেম, সবশেষে বিয়ে। অবশ্য কাঞ্চন মল্লিকের আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু কাঞ্চনের অতীত কখনো পিঙ্কির সঙ্গে তার নতুন সম্পর্ক স্থাপনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। “পিঙ্কু, আমার সংসারও তো সুখের হতে পারে তোমার গুণে”, ভালোবাসার মানুষটি যদি এইভাবে বিয়ের প্রস্তাব রাখেন তাহলে তা অস্বীকার করবেন এমন সাধ্যি কার?

স্ত্রী এবং ৮ বছরের সন্তানকে নিয়ে এতদিন বেশ ভালই সংসার জীবন অতিবাহিত করছিলেন কাঞ্চন। অভিনয় করার সূত্রে বর্তমানে কোটিপতি কাঞ্চন মল্লিক। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও অভিষেক হয়েছে কাঞ্চনের। বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার লোক তিনি। যদিও একসময় তিনি বাম সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। তবে একুশের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল শিবিরে যোগদান করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে ভোট মঞ্চে জয়লাভ করেন। বর্তমানে তিনি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হয়েছেন।

একুশের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী জানা যাচ্ছে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীর সম্পত্তি মিলে তারা কোটিপতি। তিনি যে সম্পত্তির হিসাব দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় ছিল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৬০ টাকা। ব্যাঙ্কে থাকা অর্থ, গাড়ি, গয়না সবকিছু মিলে মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩.৯২ টাকা। বাড়িঘর, জমিজমা সহ অন্যান্য মিলে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৫০ হাজার টাকা।

অন্যদিকে তার স্ত্রী পিঙ্কির নামে যে সকল সম্পত্তি রয়েছে, হলফনামায় যে হিসেব তারা দিয়েছেন সেই হিসেব অনুযায়ী তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ১৯ হাজার ২০৫ টাকা। পাশাপাশি তাদের থাকা মোট ঋণের পরিমাণ যৎসামান্য, মাত্র ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬ টাকা।