ইউটিউব চ্যানেল খুললেন বাদাম কাকু, এবার ঘরে বসেই হবে রোজগার

সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘সেলিব্রিটি’ গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ভাইরাল হয়ে ধীরে ধীরে তার পরিস্থিতিতে বদল আসছে। তার অর্থনৈতিক দুরবস্থার কথা জেনে অনেক সংস্থা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। একের পর এক স্টেজ শো, কলকাতার নামিদামি রেস্তোরাঁয় গান গেয়ে তার জনপ্রিয়তা বাড়ছে। সঙ্গে তার বাড়িতে ইউটিউবার, ব্লগার, কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় তো লেগেই থাকে।

‘সেলিব্রিটি’ হয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) স্রষ্টা। কিন্তু সেই গাড়ি নিয়ে বেরোতেই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। এই দুর্ঘটনা নিয়েও বানিয়ে ফেলেছেন গান। সোশ্যাল মিডিয়াতে তার গানের কদর দিন প্রতিদিন বাড়ছে। বাংলা, হিন্দি, ইংরেজি, হরিয়ানভি ‌ছাড়াও বিভিন্ন বিদেশি ভাষাতেও ‘কাঁচা বাদাম’ এর রিমিক্স হয়েছে।

kancha badam

সদ্য ‘কাঁচা বাদাম’ গায়কের বাড়িতে হাজির হয়েছিলেন ‘মনোজ দে ভ্লগস’ এর টিম। ইউটিউবার মনোজ ভুবন বাদ্যকরের বাড়িতে হাজির হয়ে তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভুবন বাদ্যকরের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও তিনি তার যোগ্য সম্মান এবং অর্থ পাননি। যে কারণে তিনি নিজে ভুবন বাদ্যকরের জন্য একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে দিয়ে এসেছেন। এবার থেকে এই চ্যানেলে ভুবন বাদ্যকর তার গানের প্রতিভা তুলে ধরতে পারবেন। তার প্রতিভা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে।

দিন কয়েক আগে তার বাড়িতে আসেন মনোজ দ্য ভ্লগস নামে একটি ইউটিউব চ্যানেলের ইউটিউবার মনোজ দে। তিনি ভাইরাল এই শিল্পীর বাড়িতে এসে তাকে ২৫,০০০ টাকার আর্থিক সাহায্য দেন এবং ভুবন বাদ্যকরের নামে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে জানিয়েছেন, নতুন এই ইউটিউব চ্যানেলে ভুবন বাদ্যকর নিজে তার গান আপলোড করবেন এবং সেই সকল গান ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ও ভিউ হওয়ার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবেন।

গান ভাইরাল হওয়ার পর একটি বেসরকারি মিউজিক সংস্থার থেকে ৩ লক্ষ টাকার চুক্তি পেয়েছেন ভুবন বাদ্যকর। এছাড়াও তাকে আইপিআরএস সদস্যপদও দেওয়া হয়েছে। এই মেম্বারশিপ পেলে ভুবন বাদ্যকর তার গানের জন্য লাইফটাইম রয়েলিটি পাবেন। এবার থেকে তার গান কোনও অনুষ্ঠানে, পার্টিতে কিংবা প্যান্ডেলে ব্যবহার করা হলে তিনি তার প্রাপ্য অর্থ পাবেন।