বাদাম বিক্রি এখন অতীত, ইউটিউব চ্যানেল খুলে এবার বাড়িতে বসেই রোজগার করছেন বাদাম কাকু

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুড়াল জুড়ি নামের একটি ছোট্ট গ্রামের কথা আজ নেটিজেনদের মুখে মুখে ফেরে। এই গ্রাম থেকেই তো উঠে এসেছেন সকলের প্রিয় বাদাম কাকু (Badam Kaku), ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। গতবছরের মধ্যভাগ থেকে ইউটিউব, ফেসবুক ছেয়ে গিয়েছে তার ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানে। সেলিব্রিটির তুলনায় তিনি কিছু কম নন আজ।

‘কাঁচা বাদাম’ গানের দৌলতে ভুবন বাদ্যকরের নামডাক বেড়েছে। আজ তার নাম, যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তির কমতি নেই কোনও। আজ কলকাতা, কাল দিল্লি, পরশু মুম্বাইতে তার যাওয়া-আসা লেগেই থাকছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টেজ শো করার ডাক পাচ্ছেন ভুবন বাদ্যকর। সকলের সাথে মানিয়ে চলতে তাই হিন্দি ভাষাও রপ্ত করার চেষ্টা করছেন তিনি।

বাদাম কাকু জনপ্রিয়তা পাওয়ার পর নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। সেই ইউটিউব চ্যানেলে তিনি মাঝেমধ্যেই নানা ভিডিও আপলোড করে থাকেন। সেখানে তার লাইফ স্টাইল থেকে শুরু করে বাড়ি বানানো, গানের রেওয়াজ ইত্যাদি নানা ভিডিও রয়েছে। বেশি সংখ্যক ভিউ জন্য আজকাল হিন্দিতে কথা বলে ইউটিউব ভিডিও বানাচ্ছেন বাদাম কাকু।

তার ইউটিউব চ্যানেলে এরকম বেশ কিছু ভিডিও রয়েছে। সদ্য শেয়ার করা একটি ভিডিওতে দাদাগিরিতে পাওয়া ট্রফি দেখালেন বাদাম কাকু। এই ভিডিওতে ভাঙ্গা ভাঙ্গা হিন্দি ভাষায় তিনি জানালেন তার কর্ম ব্যস্ততার কথা। তিনি আরও জানিয়েছেন স্টেজ পারফরমেন্সের জন্য দিল্লি যাচ্ছেন তিনি।

সদ্য নতুন বাড়ি বানিয়েছেন বাদাম কাকু। ইতিমধ্যেই সেই বাড়ির ছবি এবং ভিডিও দেখেছেন নেটিজেনরা। বাড়ির সামনে বসেছে তুলসী মঞ্চ। তুলসী মন্দির গড়ার সময়কালীন ভিডিও করে সেই ভিডিও তিনি আপলোড করেছেন ইউটিউব চ্যানেলে। সেখানেও ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে কথা বলতে বলতে অবশেষে বাংলাই বলে ফেললেন ভুবন বাদ্যকর। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।