বউকে ‘তাজমহল’ বানিয়ে দিলেন বাদাম কাকু, অন্দরমহল দেখে চোখ কপালে উঠছে সবার

বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ভাগ্য ফিরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। কাঁধে বাদামের ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করে কোনওমতে নিজের সংসার টানতেন তিনি। তবে অভাবের সংসারেও বউয়ের প্রতি রোমান্টিসিজম এতটুকুও কমেনি তার। অভাবের মাঝেও বউ আদুরীকে যথাসাধ্য খুশি করার সাধ্যমত চেষ্টা করে গিয়েছেন তিনি।

ইস্মার্ট জোড়ির মঞ্চে সকলের সামনে স্ত্রীর গালে চুমু দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বাদাম কাকু। এবার বউয়ের জন্য তাজমহল বানিয়ে দিলেন তিনি, তার নতুন বাড়ি দেখে এমনটাই বলছেন নেটিজেনরা! ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের স্রষ্টার পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। আগের মতো আর বাদামের ঝুলি কাঁধে নিয়ে তাকে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতে হয় না। সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে মাথার উপর পাকা দোতলা বাড়ি (New House) বানিয়ে দিয়েছেন স্ত্রীর জন্য।

বাড়ির ঢালাই কমপ্লিট, দুটো ঘর বানানো হয়ে গিয়েছে। জনপ্রিয় ইন্টেরিয়ার ডিজাইনার নিজের উদ্যোগে বাদাম কাকুর বসার ঘর এবং রান্না ঘর সাজিয়ে দিয়েছেন। তবে কাজ এখনও কিছুটা বাকি আছে। গৃহ প্রবেশের আগেই তাদের মাটির বাড়ির চাল উড়ে যায় ঝড়ে। তাই পরিবার নিয়ে তাদের বাধ্য হয়েই অর্ধেক সম্পন্ন বাড়িতে উঠে আসতে হয়েছে।

এত মানুষের ভালোবাসা আর গোবিন্দর ইচ্ছাতেই জীবনের এই স্বপ্নপূরণ করতে পেরেছেন ভুবন বাদ্যকর। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। আপাতত স্ত্রী এবং পরিবার নিয়েই নতুন বাড়িতে থাকছেন তিনি। তবে তার দাদা এবং দাদার পরিবারের জন্যেও তার বাড়ির দরজা রয়েছে খোলা। ঝড়-বৃষ্টিতে যখন খুশি তার আশ্রয় নিতে পারেন ভুবন বাদ্যকরের নতুন বাড়িতে। সোশ্যাল মিডিয়াতে এখন হু হু করে ভাইরাল হচ্ছে বাদাম কাকুর নতুন বাড়ির ছবি এবং ভিডিও।

শখের নতুন বাড়িতে এখন বসানো হচ্ছে মার্বেল। অন্দরসজ্জাও হতে চোখ ঝলসানো। তাঁর কথায়, ‘‘৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরও কিছু খরচ করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভাল লাগছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচাবাদাম গান শুনছেন, এটা ভাল লেগেছে।’’ নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বেঁধেছেন তিনি। বাড়ির মতো সেই গানও আপাতত নির্মীয়মান। অনুরোধে গাইছেন দু’কলি— ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’