ভুলে যান ‘কাঁচা বাদাম’ গান, এবার বাজারে চলে এল ‘কাঁচা পেয়ারা’ গান

‘কাঁচা বাদাম’ অতীত, বাজার কাঁপাচ্ছে ‘কাঁচা পেয়ারা’ গান

Kacha Amrood Official Video Ft. Amrood Wale Chacha

এতদিন সোশ্যাল মিডিয়াতে একতরফা রাজত্ব করেছেন ‘বাদাম কাকু’ (Badam Kaku) ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে জনপ্রিয়তার নিরিখে নামিদামি সেলিব্রিটিকেও মাত দিতে পারেন তিনি। নেটিজেনরা থাকে মাথায় তুলে রেখেছেন। শুধু ‘কাঁচা বাদাম’ নয়, ‘বাদামওয়ালি’, ‘আমার নতুন গাড়ি’সহ একাধিক গান তার থেকে শুনেছেন নেটিজেনরা। তবে সোশ্যাল মিডিয়াতে শুধু বাদাম কাকু নয়, তার মত শত শত মানুষও রয়েছেন যাদের গান বেশ পছন্দ করছেন মানুষেরা।

এদের মধ্যেই একজন হলেন ‘পেয়ারা কাকু’ (Peyara Kaku)। ঠেলাগাড়িতে করে আঙ্গুর, পেয়ারা বিক্রি করেন তিনি। গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনিও বেশ মজাদার গান বেঁধেছিলেন যা ক্রেতাদের বেশ পছন্দ হয়। এরপর তাদের মধ্য থেকেই একজন তার গানের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ব্যাস, ‘বাদাম কাকু’র মতই জনপ্রিয় হলেন এই ‘পেয়ারা কাকু’।

Kacha Amrood Official Video Ft. Amrood Wale Chacha

বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকরকে নিয়ে যে মাতামাতি লক্ষ্য করা গিয়েছিল নেট মাধ্যমে, এক্ষেত্রেও কার্যত তার অন্যথা হয়নি। নেটিজেনরা পেয়ারা কাকুর গানও বেশ পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়াতে তার গানের ভিডিও ভাইরাল হওয়ার গতি দেখলেই তা বেশ আন্দাজ করা যায়। এই পেয়ারা বিক্রেতা চাচা ইউটিউব কনটেন্ট ক্রিয়েটারদের নজরেও পড়েছেন। তার গানের ভিডিওতে ভিউ এসেছে ৪ লক্ষেরও বেশি।

দেশি হিট মিউজিক ইউটিউব চ্যানেল থেকে পেয়ারা কাকুর গানের রিমিক্স শেয়ার করা হয়। ইউটিউবে শেয়ার হতে না হতেই ভাইরাল হতে শুরু করে গানের ভিডিওটি। নেটিজেনরাও মন্তব্য করতে শুরু করেছেন ভিডিওর নিচে। জনৈক নেটিজেন মন্তব্য করলেন ভারতীয় সংগীতের দুনিয়া নতুন লেভেলের দিকে এগোচ্ছে! কেউ প্রশ্ন করছেন, কাঁচা পেয়ারার পর এবার কি কাঁচা আমের পালা? মজা করে কেউ লিখলেন, কাঁচকলাই বা বাদ যাবে কেন!

Kacha Amrood Official Video Ft. Amrood Wale Chacha

অনেকের কাছে আবার ‘কাঁচা বাদামে’র থেকেও এই গানটিই বেশি ভালো বলে মনে হচ্ছে। ওই বিক্রেতাকে ভালোবেসে অনেক নাম দিয়েছেন ‘পেয়ারা চাচা’। বাদাম কাকুর পর পেয়ারা চাচাই কি তবে এবার সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করতে আসছেন? আপনার কি মত?