

‘সাঁঝের বাতি’র (Sanjher Bati) নতুন পৃথিবীতে আসছে এবার নতুন মোড়। দীর্ঘ প্রায় আড়াই বছর ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকার পর শেষমেষ ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন মল্লিকা ওরফে জুন মালিয়া (June Malia)। দীর্ঘ বেশ কয়েক বছর পর তিনি ইন্ডাস্ট্রিতে ফিরেছিলেন। রাজনীতি সামলে অভিনয় করছিলেন চুটিয়ে। তবে ধারাবাহিকে তার যাত্রা শেষ হলো। মন খারাপ তার অনুরাগীদের।
সাঁঝের বাতির নায়ক আর্যর মা ছিলেন মল্লিকা। এই চরিত্রে অভিনয় করতেন জুন মালিয়া। তবে চিত্রনাট্যর দাবি মেনে শেষমেষ মল্লিকাকে সরে যেতে হচ্ছে। একইসঙ্গে জুন মালিয়াকেও সরে যেতে হবে ধারাবাহিক থেকে। টানা আড়াই বছর একসঙ্গে কাজ করার পর শুটিং সেট কার্যত পরিবারে পরিণত হয়। কাজেই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মন খারাপ হয়েছে জুনেরও। আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায়শই তার মন খারাপের বার্তা ফুটে উঠছে।
জুন লিখেছেন, “নিয়ম মেনেই ‘মল্লিকা’র চলা থামল। কিন্তু পিছু টান যে কিছুতেই কাটছে না! এটাই অভিনেতাদের ভাগ্য। একটা চরিত্রকে সন্তানের মতো নিজের মধ্যে লালন করি। সময় হলে তাকে ছেড়ে যেতে হয়। থেকে যায় স্মৃতি”। শুটিং সেটকে বিদায় জানিয়ে কার্যত সেই শুটিং সেটের কথাই তার বারবার মনে পড়ছে। শুটিং সেট, কলাকুশলী, সহ-অভিনেতাদের মিস করছেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রধান দুই চরিত্রাভিনেতা দেবচন্দ্রিমা সিংহ রায় (চারু) এবং রিজওয়ান রাব্বানি (আর্য্য) তার বিশেষ কাছের হয়ে উঠেছিলেন। তাদেরকেও মিস করছেন অভিনেত্রী।
অবশ্য শীঘ্রই তাকে নতুন কোনও ধারাবাহিকে দেখার আশায় দিন গুনছেন অনুরাগীরা। রাজনীতি সামলে অভিনয়ের জন্য সময় তিনি ঠিকই খুঁজে বের করে নিয়েছেন। জুন নিজেও জানিয়েছেন তার এই কাজের বিরতি সাময়িক। শীঘ্রই তিনি ফিরবেন, নতুন ধারাবাহিকে, নতুন কোনও চরিত্রে।