Kuch kuch Hota Hai Song Lyricist : শাহরুখ খান (Shah Rukh Khan) -এর কেরিয়ারের অন্যতম একটি মাইলস্টোন হল ‘কুছ কুছ হোতা হে’ (Kuch Kuch Hota Hai) ছবিটি। এই ছবির গল্প থেকে শুরু করে গানগুলিও দারুণ হিট হয়েছিল। বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাকটা দর্শকদের দারুণ পছন্দ হয়। ছবির পাশাপাশি টাইটেল ট্র্যাকটাও ছিল দারুণ হিট। তবে জানেন কি এই গানটির রচয়িতা কে? যিনি এই গান লিখেছেন তিনিও বলিউড (Bollywood) -র একজন অভিনেতা। জানেন তার পরিচয়?
মোহাব্বাঁতে (Mohabbatein), পেয়ার ইম্পসিবল (Pyaar Impossible) -এর মত একাধিক সুপারহিট বলিউড ছবির নায়ক ছিলেন। তবে ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার শুরু হয়েছিল মাত্র দশ বছর বয়সে। যে নায়কের কথা বলা হচ্ছে ছোটবেলায় তার ‘মাসুম’ (Masoom) চেহারা দর্শকরা আজও ভুলতে পারেননি। বড় হয়ে তিনিই নায়ক হিসেবে ডেবিউ করেন বলিউডে। কিন্তু পরবর্তী দিনে কোথায় যেন হারিয়ে গেলেন অভিনেতা যুগল হংসরাজ (Jugal Hansraj)।
যুগল হংসরাজ বলিউডের একজন হ্যান্ডসাম অভিনেতা ছিলেন। শাহরুখ, আমির, অক্ষয়দের মাঝে তিনিও হয়ে উঠছিলেন একজন সুপারস্টার। তবে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন গানের রচয়িতা এবং একজন লেখক। করণ জোহর (Karan Johar) যখন কুছ কুছ হোতা হে ছবিটি বানানোর কথা ভাবছিলেন তখন তাতে যুগলেরও একটা বড় অবদান ছিল।
আসলে যুগল করণের একজন খুব ভাল বন্ধু ছিলেন তখন। তিনি এই ছবিটি বানানোর কথা যখন ভাবছিলেন তখন গল্পটা ভেবে নিয়ে যুগলের দ্বারস্থ হন। যুগল পরবর্তী দিনে একটি সাক্ষাৎকারে বলেন ছবির স্ক্রিপ্টের মান কেমন হয়েছে সেটা জানার জন্য করণ তার কাছে এসেছিলেন। তিনি ছবির গোটা গল্পটা তাকে শোনান। এই গল্প শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন যুগল।
ছবির গল্পটা তার এতটাই ভাল লেগে গিয়েছিল যে সেই রাতে তিনি নাকি ঘুমোতেও পারেননি। পরদিনই তিনি একটা সুর ভেবে নিয়ে কয়েক কলি গান বেঁধে ফেলেন কুছ কুছ হোতা হে শব্দগুলি নিয়ে। তিনি গানটা রেকর্ড করেন এবং পরদিন বন্ধুদের শোনান। তার বন্ধুদেরও গানটা এতটাই ভাল লেগেছিল যে টানা বেশ কয়েকবার গানটা শুনতে হয়েছিল তাদের। করণ যখন গানটি শোনেন তখন তিনিও মুগ্ধ হয়ে যান।
আরও পড়ুন : পরিবারে আসছে নতুন সদস্য, দাদু হতে চলেছেন মিঠুন চক্রবর্তী
করণ এরপর যুগলকে জানান গানটা তার নাকি এতটাই ভাল লেগে গিয়েছে যে এই গানটিকেই তিনি তার ছবির টাইটেল ট্র্যাক হিসেবে রাখবেন। যুগল তখন ভেবেছিলেন গানটা খুবই সাধারণ গান হবে। তিনি ভাবতে পারেননি গানটা এতটা জনপ্রিয় হয়ে যাবে। জনপ্রিয় এই গানের মুখরাটা যুগলের লেখা। উল্লেখ্য মোহাব্বাঁতে ছবির ‘চলতে চলতে ইঁউ হি’ গানটির লিরিক্সটাও কিন্তু যুগলের লেখা ছিল।
আরও পড়ুন : তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, রইল পাত্রীর পরিচয় ও বিয়ের দিনক্ষণ