বহু বছর পর আবার পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি, কবে কোন সিরিয়াল জেনে নিন

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) পর্দার সিরিয়ালের (Bengali Mega Serial) এমন কিছু জুটি রয়েছেন যারা দর্শকদের মনের মধ্যে আজীবন গেঁথে থেকে যাবেন। বছরের পর বছর ধরে স্টার জলসা এবং জি বাংলাতে (Zee Bangla) যে যে নতুন নতুন সিরিয়াল এসেছে তার মধ্যে কিছু সিরিয়ালের নায়ক-নায়িকার জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা। এমনই একটি জনপ্রিয় জুটি ছিল জি বাংলার ‘রিমলি’ (Rimli) সিরিয়ালের নায়ক এবং নায়িকা।

   

এই ধারাবাহিকে মুখ্য ২ চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা পাল (Idhika Paul) এবং জন ভট্টাচার্য্য (John Bhattacharya)। একসময় জি বাংলার পর্দায় নিয়মিত তাদের দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। এই ধারাবাহিক টিআরপি তালিকাতে সেভাবে জায়গা করে নিতে পারেনি, কিন্তু জন ও ইধিকার জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এমনকি তারা বাস্তবে প্রেম করছিলেন বলে গুঞ্জন শোনা যায়।

RIMLI

রিমলি শেষ হয়ে যাওয়ার পর ইধিকাকে কিছুদিনের জন্য পিলু ধারাবাহিকে দেখেছিলেন দর্শকরা। কিন্তু তারপর থেকে আর তাকে সিরিয়ালের পর্দায় দেখা যাচ্ছে না। অন্যদিকে জন ভট্টাচার্য এখন কালার্স বাংলার আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয় করছেন। তবে গাড়ি বাবু এবং রিমলির ভক্তদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর।

খুব শীঘ্রই আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জন এবং ইধিকা। এমনটাই চেয়েছিলেন তাদের ভক্তরাও। ভক্তদের মধ্যে অনেকেই চেয়েছিলেন বাস্তবেও জন এবং ইধিকার প্রেম পরিণতি পাক। কিন্তু তেমনটা হয়নি। তাই পর্দাতেই তাদের জুটি হিসেবে দেখে মন ভরাতে চাইছিলেন তারা। দর্শকদের সেই আশা পূরণ করতে শীঘ্রই পর্দায় ফিরছেন তারা।

IDHIKA PAUL

রিমলি শেষ হয়ে যাওয়ার পর জন ও ইধিকা আলাদা আলাদা সিরিয়ালে কাজ করেছেন। তাদের এক সঙ্গে দেখা যায়নি বহুদিন। সোশ্যাল মিডিয়ায় তাদের যে ফ্যান পেজ রয়েছে সেখানে বহুবার তাদের একসঙ্গে কাজ করার দাবি জানিয়েছেন দর্শকরা। এবার ভক্তদের দীর্ঘদিনের আশা পূরণ করে শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন জন ও ইধিকা।

RIMLI

যতদূর জানা যাচ্ছে এবার আর কোনও সিরিয়ালে জুটি হিসেবে দেখা যাবে না তাদের। আপাতত জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে উপস্থিত হতে চলেছেন এই দুই তারকা। জন ও ইধিকার ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই খবরটা পাওয়া গিয়েছে। তাই আবারও তাদের একসঙ্গে দেখার অপেক্ষা করছেন ভক্তরা।