গতবছর করোনা কাল থেকেই কার্যত একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে বলিউড (Bollywood) থেকে। তালিকায় যেমন রয়েছে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের নাম, তেমনই নিতান্তই কম বয়সীদের মৃত্যুর খবরে কার্যত বিচলিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। এবার ফের দুঃসংবাদ শোনালো বলিউড। প্রয়াত হলেন যোধা-আকবর (Jodha Akbar) ধারাবাহিক খ্যাত অভিনেত্রী মনীষা যাদব (Monisha Yadav)।
গত ২রা অক্টোবর গান্ধীজীর জন্ম দিবস এর মৃত্যু হলো জনপ্রিয় কমেডিয়ান উমের শরীফের। তার মৃত্যুর ২৪ ঘন্টা পার হতে না হতেই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা মনীষা যাদবের মৃত্যুর সংবাদও পাওয়া গেল। মাত্র ২৯ বছর বয়সেই ব্রেন হেমারেজের কারণে অকালেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। মনীষার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার সহকর্মী তথা প্রিয় বান্ধবী পরিধি শর্মা।
মনীষার মৃত্যুর পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন পরিধি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না যে মনীষা এখন আর তাদের মধ্যে নেই। মনীষার একটি ছবি পোস্ট করে তিনি শোক বার্তা জানিয়েছেন। একই সঙ্গে মনীষার একবছরের পুত্রসন্তানকে নিয়েও চিন্তা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, জিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘যোধা আকবর’ এ ‘সলিমা বেগম’ এর চরিত্রে অভিনয় করতেন মনীষা। ২০১৩-২০১৫ পর্যন্ত টানা দু’বছর সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকটি। এই ধারাবাহিকে আকবরের প্রথম স্ত্রীর ভূমিকায় ছিলেন মনীষা। পরিধি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রতিদিন সে ভাবে যোগাযোগ না থাকলেও ধারাবাহিকের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পরিধি মনীষার মৃত্যু সংবাদ পেয়েছেন বলে জানিয়েছেন।
চলতি বছরের জুলাই মাসেই মনীষার একমাত্র শিশুপুত্রের বয়স এক বছর পূর্ণ হয়েছে। ছেলের প্রথম জন্মদিনে ঘরোয়াভাবেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মনীষা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুসংবাদ সহজে মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা।
Happy 1st Birthday my precious baby!!!♥️🧿
My little rainbow boy💙you have been such a light in my life during a season of a hard year. I’m so blessed and thankful to be your mumma. I love you so much♥️♥️♥️ pic.twitter.com/GCxy5h4eWn— Manisha Yadav (@manishayadav164) June 30, 2021
উল্লেখ্য, টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার আচমকা মৃত্যুতে কার্যত হতবাক গোটা ইন্ডাস্ট্রি। তার মৃত্যু হয়েছিল হৃদযন্ত্র বিকল হয়ে। এবার ব্রেন হেমারেজের কারণে কম বয়সী অভিনেত্রীর মৃত্যু নিয়েও চাঞ্চল্য ছড়ালো ইন্ডাস্ট্রিতে। এত কম বয়সে অভিনেতা এবং অভিনেত্রীদের পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা সত্যিই বড় বেদনাদায়ক এবং উদ্বেগেরও বটে।