ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা, কান্নায় ভেঙে পড়লেন নায়িকা

Aindrila Sharma Diagonsted with Cancer

সত্যি প্রমাণ হলো আশঙ্কা। ফের একবার ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma) ‘জিয়ন কাঠি’র নায়িকা।বৃহস্পতিবার ঐন্দ্রিলার বায়োপসির রিপোর্ট থেকে তার শরীরে ক্যান্সারের (Cancer) উপস্থিতি প্রমাণ হয়েছে।খবর পাওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি।মঙ্গলবার ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার ধরা পড়ে। এরপরেই বায়োপসি করানো হয়। বৃহস্পিবার সেই রিপোর্ট আসে যেখানে দেখা জয় আবারও ক্যান্সার আক্রমন করেছে তাকে।

২০১৫ সালে অভিনেত্রী টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।প্রায় দেড় বছরের লড়াই, ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর তিনি জয় করেছিলেন ক্যানসারকে। এরপর ২০২১ এর সরস্বতী পুজোর আগের দিন। কাঁধে হঠাৎ তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। ঐন্দ্রিলার দিদি চিকিৎসক হওয়ায় তার পরামর্শে ওষুধ খেলেও লাভ হয়নি।ব্যথা বাড়তে থাকায় চিকিৎসার জন্য দিল্লি পাড়ি দেন তিনি। দিল্লির অ্যাপেলো হাসপাতালের বেড থেকেই ইনস্টাগ্রাম লাইভ করেন তিনি।

তবে তখনও রিপোর্ট আসেনি। ঐন্দ্রিলা ভেজা গলায় সকল অনুরাগীদের বলেন ‘ঠাকুরের কাছে তোমরা সবাই একটু প্রার্থনা কর যাতে রিপোর্টটা ভালো আসে’। এরপরেই কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন  ‘তোমরা জানো পাঁচ বছর অনেক সহ্য করেছিল.. এখন আর সেই শক্তি নেই’। এই খবর পেয়ে মন খারাপ অনুরাগীদেরও।সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Aindrila Sharma (@aindrila.sharma)