অবিকল বাবার জেরক্স কপি, যীশু সেনগুপ্তের মেয়েও টলিউডের নায়িকা, রইল ফটোগ্যালারী

অবিকল বাবার মুখ বসানো, যিশু সেনগুপ্তের মেয়েকে দেখলে ফেরাতে পারবেন না চোখ

Jishu Sengupta`s Daughter Sara Sengupta Also A Tollywood Actress See Her Photo Album

একটা সময় বাংলা বিনোদনের (Bengali Film Industry) দুনিয়াতে প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালদের দাপটের সময় তেমন পাত্তা পেতেন না উঠতি তারকারা। অভিষেক চ্যাটার্জী থেকে শুরু করে টোটা রায় চৌধুরী, যিশু সেনগুপ্তরা (Jishu Sengupta) দক্ষতা থাকা সত্ত্বেও তেমন সুযোগ না পেয়ে হারিয়ে যেতে বসেছিলেন ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু আজ যিশু সেনগুপ্তকে গোটা দেশের মানুষ চেনে।

টলিউডের (Tollywood) এই অভিনেতা শুধু নিজে অভিনয় করছেন এমনটা নয়, তার পরিবারের প্রায় সকলেই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তার স্ত্রী নীলাঞ্জনা শর্মাও টলিউডে ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন এক সময়। এখন স্বামী-স্ত্রী মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। আর যিশু সেনগুপ্তের বড় মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta) এরই মধ্যে টলিউডে নিজের অভিষেক ঘটিয়েছে।

SARA SENGUPTA

সারা সেনগুপ্ত খুব ছোট বয়স থেকে অভিনয় করছেন। তিনি শিশু শিল্পী হিসেবে সৃজিত মুখার্জীর ছবিতে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটিয়েছেন। প্রাপ্তবয়স্ক না হলেও নায়িকা হিসেবে টলিউডে তার অভিষেক হয়েছে। মেয়েকে নিয়ে তাই ভীষণ গর্বিত বাবা। এখন থেকেই যিশু সেনগুপ্তর মেয়েকে হাজার হাজার মানুষ ফলো করছেন ইনস্টাগ্রামে।

সোশ্যাল মিডিয়াতে এখন সারার অনুরাগীর সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। তিনি তার দৈনন্দিন জীবনের নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে দেন। আপাতত অভিনয় থেকে ধ্যান সরিয়ে পড়াশোনার উপর মনোনিবেশ করেছেন যিশু সেনগুপ্তের কন্যা। তবে সৃজিত মুখার্জীর ‘উমা’ ছবির পর থেকে তার বেশ সুনাম হয়েছে।

SARA SENGUPTA 2

কিন্তু ‘উমা’তে তাকে যেমন ছোটটি দেখা গিয়েছিল তারা কিন্তু এখন আর তেমন ছোট নেই। কিশোরী বয়সে এই ছবিতে অভিনয় করেছিলেন সারা। কয়েক বছরের মধ্যেই তিনি বেশ বড় হয়ে গিয়েছেন। সারার সৌন্দর্যে মুগ্ধ সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। তার চেহারার মধ্যে চোখ দুটিই সব থেকে বেশি আকর্ষণীয়।

SARA SENGUPTA 1

যিশু সেনগুপ্ত কিংবা নীলাঞ্জনা কেউই অবশ্য চান না মেয়ে ছোটবেলা থেকে অভিনয় করুক। কিন্তু সৃজিত মুখার্জীর অভিনয় প্রস্তাব তারা ফেরাতে পারেননি। চিত্রনাট্য শুনে সারারও খুব পছন্দ হয়। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সেই ছবিটি। সারা এখন পড়াশোনা করছেন। তবে শীঘ্রই তিনি পাকাপাকিভাবে টলিউডে প্রবেশ করবেন বলে অনুমান তার ভক্তদের।