এয়ারটেল ভারতে প্রথম টেলিকম সার্ভিস হিসেবে গ্রাহকদের ওয়াই-ফাই কলিং পরিষেবা চালু করে। এয়ারটেলের সেই পরিষেবাকে টেক্কা দিয়ে জিও শুরু করলো এই VO Wi-Fi কলিং পরিষেবা। রিলায়েন্স জিও ভারতে প্রথম VOLTE বা ভয়েস ওভার এলটিই প্রযুক্তি নিয়ে এলেও Vo Wi-Fi কলিং প্রথম নিয়ে এসেছে এয়ারটেল।
Airtel Vo Wi-Fi আর Jio Vo Wi-Fi এর পার্থক্য কি?
রিলায়েন্স জিও তিনটি টেলিকম সার্কেল কেরল, মহারাষ্ট্র ও কলকাতার গ্রাহকদের জন্য VO Wi-Fi পরিষেবা চালু করেছে। অন্যদিকে, এয়ারটেল দিল্লি এনসিআর, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মুম্বাই ও কলকাতার গ্রাহকদের জন্য VO Wi-Fi কলিং পরিষেবা চালু করেছে।
Vo Wi-Fi কলিং কি?
Vo Wi-Fi কলিং হল নেটওয়ার্ক ছাড়াই ওয়াই-ফাই এর মাধ্যমে ভিডিও কল ও ভয়েস কল করার আধুনিক পদ্ধতি। এরজন্য গ্রাহকদের থেকে আলাদা কোনো চার্জ ও নেওয়া হবেনা। যদি আপনার কাছে কোনো প্রিমিয়াম স্মার্টফোন থাকে তবে কিছু সেটিংস পরিবর্তন করে আপনি, Wi-Fi এর সাহায্যে কল করতে পারবেন।
কীভাবে Vo Wi-Fi কলিং করবেন?
প্রথমে আপনার ফোনের ‘সেটিং’ অপশনে যেতে হবে। তারপর যেতে হবে ‘কল সেটিং’ অপশনে। Wi-Fi কলিং অপশন সার্চ করুন। এবার সামনে আসা টোগলকে এনাবল করুন। যদি আপনার ফোনে এই অপশন না আসে তাহলে Vo Wi-Fi কলিং আপনার ফোনে সাপোর্ট করবে না।
কোন কোন ফোনে Vo Wi-Fi কল করা যাবে?
সমস্ত Apple iPhone-এ, Samsung Galaxy Note 10, Galaxy S10, Samsung Galaxy M20, Galaxy A70, Redmi K20, Redmi K20 Pro এবং Poco F1