

বাংলা টেলিভিশন এবং টলিউডের (Tollywood) সিনেমাগুলোতে বড়দের পাশাপাশি ছোটরাও চুটিয়ে অভিনয় করে। অনেক সময় বেশ কিছু ছবির ক্ষেত্রে ছোটরাই বিশেষ করে অনেক বড় ভূমিকা গ্রহণ করে। যেমন জিতের (Jeet) বন্ধন (Bandhan), প্রসেনজিতের অগ্নি, বা হালফিলের হামি। ৯০ এর দশকের দিনের ছবিগুলোতে শিশুশিল্পীরা বলতে গেলে বড় বড় তারকাদেরও টেক্কা দিয়ে অভিনয় করে এসেছে। এদের মধ্যে একজন ছিলেন অংশু বাচ (Anshu Bach)। বন্ধন ছবিতে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা।
২০০৫ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘রাজু আঙ্কেল’ ছবিতে প্রসেনজিতের সঙ্গে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিল অংশু। সেই সময় থেকেই কার্যত বাংলা ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল ছোট্ট এই ছেলেটি। ছোট বয়স থেকে অভিনয় করতে করতেই স্কুলে পড়ার সময়কালের মধ্যেই ২০ টির বেশি ছবিতে অভিনয় করে নেয় সে। ছোট্ট সেই ছেলেটি আজ কিন্তু রীতিমতো এক হ্যান্ডসাম যুবক।
তার জন্ম হয়েছিল ১৯৯৫ সালে, কলকাতায়। খুব ছোটবেলা থেকেই পাড়া এবং স্কুলের নাটকে অভিনয় করতেন তিনি। তার পাড়ারই একজন তাকে জিতের সিনেমাতে অডিশন দেওয়ার কথা বলেছিলেন। সেইমতো অডিশন দিয়েছিলেন অংশু। তবে প্রথমে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি ফিরে আসতেই তাকে আবার ডেকে পাঠানো হয়। এরপর অডিশনে তাকে ফের সিলেক্ট করে ফেলা হয়। তার জীবনে প্রথম ক্যামেরার সামনে আসার সুযোগ হয়েছিল ‘নাটের গুরু’ সিনেমার হাত ধরে। তখন সালটা ছিল ২০০৩।
প্রথম ছবির পর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। পরের বছরই রবি কিনাগি পরিচালিত জিৎ-কোয়েল অভিনীত ‘বন্ধন’ ছবির জন্য ডাক পেয়ে যান অংশু। ভিক্টর ব্যানার্জি, জিৎ, কোয়েলের সঙ্গে তার অভিনয় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। শিশুশিল্পী হিসেবে এরপরই তার যাত্রা শুরু হয়। জিতের পর প্রসেনজিৎ-রচনার সঙ্গে ‘অগ্নি’, ‘রাজু আঙ্কেল’, মিঠুন চক্রবর্তীর ‘এমএলে ফাটাকেষ্ট’তেও তাকে দেখা যায়। এভাবেই ক্লাস টেন পর্যন্ত ২০ টি ছবিতে পরপর অভিনয় করে নজর কেড়েছিলেন অংশু। কিন্তু তারপর ৬ বছর টানা বিরতি নিয়ে নেন।
৬ বছর পর স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তিনি আবার অভিনয়ে ফিরে আসেন। বেশ কিছু শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করেছেন অংশু। ২০১৭ সালে তার ‘টেককেয়ার’ নামের একটি শর্টফিল্ম ইউটিউবে দারুণ ভিউ পেয়েছিল। এরপর টেলিভিশন অভিনেত্রী প্রিয়মের সঙ্গে ‘মনসুন মেলোডিজ’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেন।
এরপর স্টার জলসায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকে অরিত্র নামের এক খলনায়কের চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা যায়। ছোট বয়সে অভিনয়ের সুযোগ পেতে বেশি বেগ পেতে হয়নি তাকে। কিন্তু বড় হওয়ার পর ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখার জন্য তাকে অনবরত স্ট্রাগল করে যেতে হচ্ছে।