জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee), নামটার সঙ্গে সিনেপ্রেমীরা বেশ পরিচিত। টলিউডের তথা বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি। টলিউডের (Tollywood) সঙ্গে তার যোগাযোগ বহু পুরনো। বেশ কয়েক বছর যাবৎ তিনি বিভিন্ন টেলিভিশন সিরিয়াল এবং ছবিতে অভিনয় করছেন। কাজেই টলিউডের প্রসঙ্গে তার বহু অভিজ্ঞতা আছে। শুরুর দিনগুলোতে তাকেও যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে আজকের জায়গায় পৌঁছাতে।
টলিউডের সেই স্ট্রাগলের দিনগুলি প্রসঙ্গে খোলামেলা জয়জিৎ। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে টলিউড এবং নিজের স্ট্রাগল প্রসঙ্গে অনেক কথাই বললেন অভিনেতা। আজ জয়জিৎ বন্দোপাধ্যায় বাংলা সিনে ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিত্ব। তবে তাই বলে বিন্দুমাত্র অহংকার নেই তার মধ্যে। এখনও পর্যন্ত নিজস্ব ভ্যানিটি ভ্যান নেই তার। তিনি বলেন, “প্রায় চষে ফেলেছি প্রত্যেকটা স্টুডিয়ো। ভ্যানিটি ভ্যানের বিশেষ প্রয়োজন হয়নি। শুরুতে সবারই স্ট্রাগল থাকে। যদি সেটাকে স্ট্রাগল না বলে ভাগ্যের চাকা ঘোরানোর এক সৎ চেষ্টা বলতেই আমি স্বচ্ছন্দ বোধ করি।”
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় অভিনেতা। তা ছাড়াও তিনি ‘বিগ বস বাংলা’রও বিজেতা। তিল তিল করে আজকের এই সফলতার পর্যায়ে পৌঁছতে পেরেছেন। টলিউডের বহু চড়াই-উৎরাইয়ের সাক্ষী তিনি। নিজের চোখে দেখেছেন অনেক কিছুই। টলিউডের বহু রহস্য রেখেছেন নিজের মনের গোপনে। অভিনেতার বক্তব্য, ‘‘ছোট, বড়, মেজ সব হিরো ও হিরোইনদের সঙ্গেই এযাবৎ কালে কাজ করা হয়েছে। তবে জিতের (Jeet) সঙ্গে ছবিতে এখনও কাজ করা হয়নি। বুম্বা দা টু দেব আনাগোনা আমার সর্বত্র।’’
এই ইন্ডাস্ট্রি অনেকের রুটি-রুজির জায়গা। এখান থেকে নাম, যশ, খ্যাতি, অর্থ সবই পেয়েছেন। তবে একটু কিছুতে ভাটা পড়লেই টলিউডকেই আবার ছেড়ে কথা বলেন না এই তথাকথিত হিরোরা! তাদের উপর বেজায় রুষ্ট জয়জিৎ। তার কথায়, ‘‘আজকাল বিভিন্ন নেতা কাম অভিনেতা থেকে শুরু করে, টলিপাড়ার অন্দরের বেশ কয়েকজনকেই এই ইন্ডাস্ট্রি নিয়ে নানা মন্তব্য করতে শুনি।’’ তিনি আরও বলেন, ‘‘আসলে যে হিরো এই কথা বলে তাঁদের উদ্দেশে আমার একটা ছোট মন্তব্য, যাকে প্যান্টে নিজে লিখে ঘুরতে হয় হিরো, আর ফোন করলে নিজের নামের আগে হিরো বলতে হয় সে নাকি টলিউড সম্পর্কে মন্তব্য করে, অসহ্য।’’
এই প্রসঙ্গে নিজের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জয়জিৎ। এই অভিজ্ঞতা তার হয়েছিল পরিচালক হরনাথ চক্রবর্তীর সেটে। জয়জিৎ বলেন হরনাথ চক্রবর্তীর সিনেমাতে ছিলেন এক বিখ্যাত ‘হিরো’। সেদিন তার জ্বর ছিল। তবুও পরিচালক অনুনয়-বিনয় করে হিরোকে সেটে ডেকে নিয়ে আসেন। ২ ঘন্টা পর হিরো শুটিংয়ে এসে বলেন, “প্রেস ডাকো আমি জ্বর নিয়ে অভিনয় করতে এসেছি।” যদিও অভিনেতার নাম অবশ্য মুখে আনেননি জয়জিৎ।