বলিউডের নিউ কামারদের তালিকায় সবচেয়ে জনপ্রিয় জাহ্নবী কাপুর। ২০১৮ সালে “ধড়ক” মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় শ্রীদেবী কন্যার। দ্বিতীয় ছবি “গঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল” মুক্তি পেয়েছে গত বছর। শত বিতরক এর মধ্যেও এই ছবির মাধ্যমে অনেক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
মাত্র ২৩ বছর বয়সে সিনেমাপ্রেমীদের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই বেশ একটিভ। সেখানে নিত্য নতুন পোস্ট শেয়ার করেন তিনি। সম্প্রতি তিনি একটি বেলি ডান্সের ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম একাউন্ট এ। যেটি এখন রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ বেলি ডান্সের ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, তিনি তার ডান্সের ক্লাস মিস করছেন। কয়েক মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ক্রভ টপ স্টুডিও তে নাচে মত অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে চলছে শাহরুখ খান এবং করিনা কাপুরের অশোকা সিনেমার গান “শন সনান শন”।
গানের লিরিক্স এর প্রতিটি কথা জান্নবি ফুটিয়ে তুলছেন তার সারা শরীর জুড়ে। তালে নেচে উঠছে অভিনেত্রীর পেট বুক ও কোমর। প্রিয় অভিনেত্রীকে এরূপে দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। পোস্টে একাধিক কমেন্ট পড়েছে। কমেন্ট করতে বাধ্য যাননি বলিউড তারকারাও। অনেকে আবার তাকে শাকিরার সঙ্গেও তুলনা করেছেন।
কেউ কেউ কমেন্টে লিখেছেন আপনি অভিনয় এর থেকে বেশি ভালো নাচেন। আবার কেউ কেউ লিখেছেন আপনি যে এত ট্যালেন্টেড সেটা আগে জানতাম না। আপনার আরও নাচ দেখতে চাই। বেলি ডান্স করতে বরাবরই পটু জাহ্নবী কাপুর। এর ঝলক দর্শকরা আগেও দেখেছে।বলিউডের ডান্সিং ডিভা হিসাবে পরিচিত শ্রীদেবী। প্রয়াত নায়িকার কন্যাও যে মায়ের চেয়ে কম ভালো নাচেন না, তা নজর এড়ায়নি কারুর।
View this post on Instagram
‘দোস্তানা ২’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করতে চলেছেন জাহ্নবী। শোনা যাচ্ছে, শুটিং সেটেই নাকি দুজনের প্রেম কাহিনি শুরু হয়েছে। এর আগে সারা আলি খানের সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জন তুঙ্গে উঠেছিল। কিন্তু ‘লভ আজ কাল’ ছবি মুক্তির পরেই ঝিমিয়ে যায় যাবতীয় গুঞ্জন। শুধু তাই নয়, বলিউডে গুঞ্জন কার্তিকের কাছাকাছি আসার জন্য রীতিমতো বড়সড় অঙ্কের টাকা খরচ করেছেন জাহ্নবী। ৩৯ কোটি টাকা খরচ করে কার্তিকের আবাসনেই তিন তিনটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন জাহ্নবী। কিছুদিন আগেই গোয়ায় দুজনের ভ্যাকশনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।