দেউলিয়া হয়ে গেছে বাবা, ধুমধাম করে বিয়ে করতে চলেছে আনিল আম্বানীর ছেলে

নতুন বছরের শুরুতেই মিললো খুশির খবর। বেশ কয়েক বছর পর সানাইয়ের সুর শোনা যাবে আম্বানী পরিবারে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানী পরিবারের বিয়ের অনুষ্ঠান (Wedding) মানেই রাজকীয় আভিজাত্যের ছোঁয়া। তবে মুকেশ আম্বানী পরিবারের নয়, তার ভাই অনিল আম্বানীর (Anil Ambani) ছেলের বিয়েকে কেন্দ্র করে চর্চা এখন তুঙ্গে। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানীর ছেলে জয় আনমোল আম্বানী (Jai Anmol Ambani) সম্প্রতি তার দীর্ঘদিনের বান্ধবী কৃষ্ণা শাহকে (Krishna Shah) পাকা কথা দিলেন।

অনিলের বড় ছেলে জয়ের সঙ্গে কৃষ্ণার বন্ধুত্ব দীর্ঘদিনের। তবে বন্ধুত্ব থেকে একধাপ এগিয়ে তারা দুজনে হলেন বাগদত্ত। পরস্পরের হাতে আংটি পরিয়ে দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। জয় এবং কৃষ্ণার সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আসে জয়ের ৩০ তম জন্মদিনে। তাদের বন্ধু আরমান জৈন, সোনম কাপুর এবং অন্তরা মোতিওয়ালারা তাদের ছবি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে জয় এবং কৃষ্ণার হাতে এঙ্গেজমেন্ট রিং দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। তারা কবে, কোথায়, কিভাবে বিয়ে করবেন? এমনই সব প্রশ্ন ঘুরছে সমাজ মাধ্যমে।

Jai Anmol Ambani’s engagement to Krisha Shah

জয়ের বাগদত্তা কৃষ্ণা মুম্বাইয়ের মেয়ে। তিনি পেশায় একজন সমাজকর্মী। তিনি দেশে পড়াশোনা করার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে সোশ্যাল পলিসি এন্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তারপর আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইকোনমি নিয়ে পড়াশোনা করেছেন। তারপর অ্যাকসেনচার এর মত একটি বহুজাতিক সংস্থার ব্রিটেন শাখাতে কাজ শুরু করেন।

Jai Anmol Ambani’s engagement to Krisha Shah

তবে দেশের কাজ করার তাগিদে তিনি ফিরে আসেন। ফিরে এসে মানসিক স্বাস্থ্যসহ বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করতে শুরু করেন। নিজের একটি সংস্থাও খুলে ফেলেছেন তিনি। করোনাকালে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখা নিয়ে সচেতনতামূলক প্রচার করেন। #লভনটফিয়ার নামের একটি প্রচার শুরু করেন তিনি, যা বিশ্বের বিভিন্ন মঞ্চে প্রশংসা পেয়েছে।

Jai Anmol Ambani’s engagement to Krisha Shah

জয় এবং কৃষ্ণার ছবি তুলে ইনস্টাগ্রামের শেয়ার করেছেন মোহিত মারওয়ারের স্ত্রী অন্তরা এবং সোনম কাপুর। ইনস্টাগ্রামে তাদের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হালকা নীল রঙের ঢিলেঢালা টপ পরে আছেন কৃষ্ণা। তার পাশে তাকে আলতো করে জড়িয়ে আছেন জয়। তার পরনে রিপড জিনস এবং চাইনিজ কাটের ছোট কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে এঙ্গেজমেন্টের আংটি।