মিঠাই-সিদ্ধার্থ ফেল, জি বাংলার ‘সেরা জুটি’ পুরস্কার পেলেন এই নায়ক-নায়িকা

গত ৯ই মার্চ অনুষ্ঠিত হয়েছে জি বাংলার (Zee Bangla) সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান (Zee Bangla Sonar Sansar Award 2023)। সোনার সংসার এবার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই খবর জানার পর থেকেই জি বাংলার দর্শকরা মুখিয়ে ছিলেন ফলাফল জানার জন্য। কারণ প্রত্যেক বছর এই অনুষ্ঠানে সেরার সেরা নায়ক, নায়িকা, জুটি, বৌমা, শ্বশুর-শাশুড়ি, খলনায়িকা এবং অন্যান্য বিভাগে পুরস্কার হাতে পান কলা কুশলীরা।

প্রধানত এই অনুষ্ঠানে সেরা জুটি কারা হলেন সেটা জানার জন্য দর্শকদের সবথেকে বেশি আগ্রহ থাকে। অনুষ্ঠানটির টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার আগেই জানা গেল এই বছর সেরা জুটি (Best Couple) হিসেবে পুরস্কার পেলেন কারা। দর্শকরা অনুমান করেছিলেন মিঠাই সিরিয়ালের আদৃত এবং সৌমিতৃষাই জিতবেন। তবে তেমনটা হল না।

MITHAI JAGADHATRI

টিআরপি যতই ওঠানামা করুক না কেন দর্শকদের একাংশের বিচারে কিন্তু জি বাংলাতে মিঠাই সিরিয়ালের নায়ক নায়িকা আজও সেরা। কিন্তু এই বছর সেরা জুটির পুরস্কার ছিনিয়ে নিল জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর জুটি। অর্থাৎ অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জীর হাতে উঠেছে এই পুরস্কার।

এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কারণ মিঠাই ভক্তদের দাবি এই পুরস্কারের দাবিদার নাকি ছিলেন তাদের প্রিয় জুটি আদৃত ও সৌমিতৃষা। কিন্তু সিড-মিঠাইকে বাদ দিয়ে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীরা হাতে পুরস্কার ওঠাতে দর্শকদের একাংশ বেজায় ক্ষুন্ন হয়েছেন।

JAGADHATRI

যদিও জগদ্ধাত্রীর দর্শকরা কিন্তু জবাব দিতে ছাড়েননি। তাদের পাল্টা দাবি সিদ্ধার্থ মিঠাইকে ২ বছরে হাতে গুনে কয়েকবার ‘আই লাভ ইউ’ বলেছে। আর স্বয়ম্ভূ সারাক্ষণ জগদ্ধাত্রীর প্রতি তার ভালবাসা জাহির করতে থাকে। তাই সেরা জুটির লড়াইতে তারা মিঠাইয়ের থেকে অনেক এগিয়ে আছে।

mithai

তবে যে যাই বলুক না কেন, মিঠাই কিন্তু ৫টি পুরস্কার জিতে নিয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে। তবে জগদ্ধাত্রী পেয়েছে ৯টি পুরস্কার। টিআরপির বিচারে মিঠাইয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে জগদ্ধাত্রী। নিম ফুলের মধু পেয়েছে ৪ টি পুরস্কার। এই মাসের শেষের দিকেই এই অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় সম্প্রচার হবে বলে অনুমান করা হচ্ছে।