Isha Ambani House : এশিয়া এবং দেশের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে প্রথমেই রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বর্তমানে কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি। এমনকি তার বাড়ি অ্যান্টিলিয়া পুরো দেখার মত। কিন্তু আজ আমরা আলোচনা করবো মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) -র বাড়ি নিয়ে। চলুন দেখে নিই তার বাড়িটি কত সুন্দর (Isha Ambani House Inner View)।
২০১৮ সালের ১২ ডিসেম্বর ঈশা এবং তার বাল্যবন্ধু ব্যবসায়ী আনন্দ পিরামলের বিয়ে হয়। রাজকীয় ভাবে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই বিয়েতে উপহার হিসাবে ইশা আম্বানি এবং তার স্বামী আনন্দ পিরামল একটি বিলাসবহুল বাংলো পেয়েছিল। যা ইশা আম্বানির শশুর তাদের দিয়েছিলেন। সম্প্রতি এই বাংলোর ছবিও সামনে এসেছে।
আমরা সবাই জানি ইশা আম্বানির বাবা ও গোটা পরিবার অ্যান্টিলিয়াতে থাকেন। যা দেশের সবচেয়ে দামি বাড়ি বলে বিবেচিত হয়। কিন্তু তার মেয়ে ইশা আম্বানি যেই বাংলোতে থাকেন সেটাও অ্যান্টিলিয়ার থেকে কোনো অংশে কম নয়। এই বিলাসবহুল বাংলোটির মূল্য হচ্ছে ৪৫২ কোটি টাকা।
এই বাংলোটি পুরোটাই 3D প্রযুক্তিতে তৈরি একটি প্রাসাদ। এটিতে অধিকাংশ কাঁচের কাজ করা আছে।আর এটি ১১ মিটার উঁচু এবং ৫০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। এই বাংলোটি মুম্বাইয়ের ওরলি নামক জায়গায় অবস্থিত। এই প্রাসাদের ভিতর থেকে আরব সাগর ও সি লিংক ব্রিজের মনোরম দৃশ্য দেখা যায়।
ইশা আম্বানি ও তার স্বামী আনন্দ এই বাড়িটির নাম রেখেছেন ‘গুলিটা’। রাজকীয় এই বাড়িটিকে অর্ধেক সাদা রঙ দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি এর আলোকসজ্জাও দেখার মতো। আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতা বেড়ে যায়। এই বাড়িতে সবকিছুই রাজকীয়তার আভাস দেয়।
আরও পড়ুন : নীতার তিন ছেলেমেয়ে নয়, মুকেশ আম্বানির চতুর্থ সন্তানকে চেনেন? রইল পরিচয়
এই দম্পতির বাড়িতে তিনটি বেসমেন্ট দিয়ে মূলত তৈরি। প্রথম বেসমেন্টে একটি বাগান সঙ্গে রুম রয়েছে, যেখানে একটি ওপেন এয়ার সুইমিং পুল রয়েছে। এছাড়াও দ্বিতীয় বেসমেন্টে সার্ভিস এর জন্য রাখা হয়েছে। আর তৃতীয়টিতে পার্কিং জোন হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও গুলিতায় উচ্চমানের সুযোগ-সুবিধাও আছে।
আরও পড়ুন : ‘ম্যাডাম’ না বলে নীতাকে এই নামে ডাকেন আম্বানি বাড়ির চাকরেরা, জানলে অবাক হবেন