১০ বছর এগিয়ে গেল গল্প, বড় হয়ে গেল সোনা-রূপা! দারুণ মোড় ’অনুরাগের ছোঁয়া’য়

লিপ নিল অনুরাগের ছোঁয়া, সোনার বড় বেলার চরিত্রের দীপার ডবল রোল! রূপার চরিত্রে কে?

Anurager Chhowa New Episode : স্টার জলসা (Star Jalsha) -তে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালটির জনপ্রিয়তা এখন বাংলা টেলিভিশনের দুনিয়াতে সবার থেকে বেশি। শুধু টিআরপি টপার সিরিয়াল বলে নয়, অনুরাগের ছোঁয়া আসলে দর্শকদের কাছেও খুবই জনপ্রিয়। বিশেষ করে সিরিয়ালে খুদে দুই চরিত্র সোনা এবং রূপার আগমনের পর থেকে টিআরপি আরও বেড়েছে। সোনার চরিত্রে মিশিতা রায় চৌধুরী ও রূপার চরিত্রে সৃষ্টি মজুমদারের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।

সিরিয়ালের এই দুই খুদে চরিত্রের কারণেই গল্পের প্রতি দিনে দিনে দর্শকদের আগ্রহ বেড়েছে। নতুবা বড়দের উপর দর্শকদের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে অনুরাগের ছোঁয়ার সূর্যের চূড়ান্ত পর্যায়ের বোকামি দেখে দর্শকরা খুবই হতাশ। নায়ক যেন খলনায়কে পরিণত হয়েছে এই গল্পে। সে কিছুতেই নিজের স্ত্রীকে বিশ্বাস করে না। এমনকি নিজের দুই মেয়েকে স্বীকৃতিও দেয় না। গল্পের এই ট্র্যাক দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই দর্শকরাও একঘেয়েমিতে বিরক্ত।

ANURAGER CHHOWA

   

দর্শকরা দাবি করছেন অন্ততপক্ষে এবার সিরিয়ালে গল্পের কিছু পরিবর্তন আনা হোক। বারবার সূর্য-দীপার ভুল বোঝাবুঝি, মিশকার শয়তানি এবং বড়দের মাঝে পড়ে সোনা-রূপার উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেসব দেখে দর্শকরা খুবই বিরক্ত। গল্পের একঘেয়েমি থেকে মুক্তি মিলবে কবে? অবশেষে এবার নাকি গল্পে আসছে একটা বড় টুইস্ট। কারণ লিপ নিতে চলেছে অনুরাগের ছোঁয়া।

এখন আপাতত গল্প এগিয়ে যাবে ১০ বছর। অর্থাৎ সোনা এবং রূপা বড় হয়ে যাবে। ছোট্ট মিশিতা এবং সৃষ্টিকে নাকি আর দেখা যাবে না। সেই জায়গাতে নতুন দুই নায়িকার আবির্ভাব হতে চলেছে গল্পে। এমনকি কাস্টিং সম্পর্কে যে খবর মিলেছে সেটাও বেশ চমকে দেওয়ার মত। সোনা এবং রূপার চরিত্রে কোন দুই অভিনেত্রী থাকবেন জানেন?

ANURAGER CHHOWA SONA

যতদূর জানা যাচ্ছে, সোনার চরিত্রে নাকি স্বস্তিকা ঘোষের ডবল রোল দেখানো হবে। অর্থাৎ স্বস্তিকা ঘোষ যিনি এখন দীপা চরিত্রে অভিনয় করছেন, তিনিই নাকি সোনার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন। আর রূপার চরিত্রে অভিনয় করবেন স্টার জলসার জনপ্রিয় আর এক অভিনেত্রী। যে অভিনেত্রীর নাম উঠে আসছে তিনি হলেন শ্যামৌপ্তি মুদুলি। যাকে বর্তমানে গুড্ডি সিরিয়ালে অভিনয় করতে দেখছেন দর্শকরা।

Anurager Chhowa New Episode

আরও পড়ুন : সূর্যকে উচিত শিক্ষা দিল দীপা! সম্প্রচারের আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

বর্তমানে গুড্ডি সিরিয়ালে শ্যামৌপ্তিকে গুড্ডি এবং তার পালিতা মেয়ে রেশমির ডবল রোলে অভিনয় করতে দেখা যাচ্ছে। সত্যিই কি অনুরাগের ছোঁয়াতে এরকম একটা বড় টুইস্ট আসবে এখনই? আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে একটি ছবিকে কেন্দ্র করে। তাই সোশ্যাল মিডিয়াতে অনুরাগের ছোঁয়ার ভক্তরা কল্পনা করছেন এমন কিছুই নাকি হতে পারে আগামী দিনে। তবে চ্যানেলের তরফ থেকে অফিসিয়াল কোনও ঘোষণা হয়নি এখনও।

আরও পড়ুন : সূর্য-দীপা নয়, জগদ্ধাত্রীও ফেল‍! বাংলা সিরিয়ালের ‘সেরা জুটি’ পুরস্কার পেল কারা?