আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা! কিন্তু কেন?

বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভারগুলো। বৃহস্পতিবার রাশিয়া ট্যুডের (আরটি) এক প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হলেও এই ৪৮ ঘণ্টা কখন থেকে শুরু হবে বা কখন শেষ হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

রাশিয়া টুডেতে এক তিপোর্টে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টায় একাধিকবার কানেকশান বিচ্ছিন হতে পারে। সারা বিশ্বের ইন্টারনেট যে সার্ভারগুলির মাধ্যমে চলে তা মেরামতের জন্য কিছু সময় বন্ধ রাখা হবে।

এই সময়ে এই সার্ভারের ক্রিপটগ্রাফিক কি বদল করা হবে। এই ফিচারের ফলেই ইন্টারনেটের অএ সুরক্ষিত থাকে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সাইবার অ্যাটাকে হ্রাস টানতে এই ক্রিপগ্রাফিক কি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে। এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে ‘ক্রিপটোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয় যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আইসিএএনএস জানিয়েছে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বেড়ে গেছে। এ ধরনের ঘটনা ঠেকাতে বা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন জরুরি। তাই ডোমেইন সার্ভার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

এক বিবৃতিতে কমিউনিকেশন রেগুলেটরি অথোরিটি বলেছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্ব জুড়ে ইন্টারনেট বন্ধ করা জরুরি। এতে ডিএনএস নিরাপদ ও স্থিতিশীল হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা যদি প্রস্তুত না থাকেন, তা হলে কিছু সমস্যা হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা নিলে গ্রাহকদের সমস্যা অনেকটাই কমতে পারে।

আরও পড়ুন : ব্রেকিং নিউজ: ISRO-র সৌজন্যে ভারতে ইন্টারনেটের স্পীড হচ্ছে 100GBPS, জানুন কীভাবে?

আগামী ৪৮ ঘন্টায় ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব পেজ খুলতে গিয়ে এবং ট্রান্সাকসনে সমস্যায় পড়তে পারেন৷ পুরনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইউজার্সদের গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রেো সমস্যায় পড়তে হবে৷