Insects Control Tips : দুর্গাপুজো থেকে কালীপুজো (Kalipuja) এই পুরো সময়টাই বাঙালি উৎসবের মেজাজে থাকে। কিন্তু এই উৎসবের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায় শ্যামাপোকা। এগুলো মূলত কালীপুজোর সময়ে আমাদের বাড়ির মধ্যে দেখা যায়।বিশেষত টিউব লাইট ও ছোট আলোর চারপাশেই এই ধরনের পোকাকে দেখতে পাওয়া যায়। তবে এই পোকা খুব একটা ক্ষতিকর না হলেও খাবারের মধ্যে পড়ে খাবার নোংরা করে। তাই জেনে নিন কী ভাবে খুব সহজেই বাড়ি থেকে দুর করবেন এই পোকা।
Insects Control Tips And Tricks
বেকিং সোডা এবং লেবু স্প্রে ব্যবহার করুন : পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পেতে, বেকিং সোডা এবং লেবুর রস ব্যবহার করতে পারেন। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং ২টি লেবুর রস ছেঁকে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবে।
পোকা তাড়াবে গোলমরিচ : গোলমরিচ এই পোকা তাড়াতে খুব সাহায্য করে। এর জন্য এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচ গুড়ো গুঁড়ো মিশিয়ে নিন। তারপর একটি স্প্রে বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। দেখবেন গোলমরিচ বাড়িতে পোকামাকড় আসতে দেবে না।
এসেন্সিয়াল ওয়েল বা সুগন্ধি তেল : আসলে সুগন্ধি তেলের গন্ধ সহ্য করতে পারে না এই পোকা। তাই নিজের বাড়ি থেকে এই পোকা দূর করতে ব্যাবহার করুন সুগন্ধি তেল। আপনি প্রতিদিন যখন ঘর পরিষ্কার জন্য মোছেন তখন সেই জনের মধ্যে মিশিয়ে দিন কয়েকফোঁটা সুগন্ধি তেল। দেখবেন এতেই কাজ হবে।
নিম : পোকামাকড়রা অ্যান্টিব্যাকটেরিয়াল নিম পাতার গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই রাতে বাল্ব জ্বালালেই যদি পোকা মাকড়ের উত্পাত বাড়ে, তাহলে বাল্বের পাশেই নিমের ডাল ঝুলিয়ে রাখতে পারেন। জলের নিমের তেল মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিতে পারেন।
আরও পড়ুন : বাপ বাপ বলে পালাবে ডেঙ্গুর মশা! করুন শুধু ছোট্ট এই কাজ
আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মাছি
তুলসি : তুলসি গাছ আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই গাছের গুণাগুণ বলে বোঝানোর নয়। ভেষজ উদ্ভিদের মধ্যে তুলসি গাছ অন্যতম। অন্যন্য গুণাগুণের সঙ্গে এই গাছ বাড়িঘর পোকামাকড় মুক্ত রাখে। বাড়ির আশেপাশে বা বারান্দায় তুলসী গাছ লাগাতে পারেন। অথবা তুলসি পাতা দিয়ে ফোটানো জল বাড়িতে স্প্রে করতে পারেন এতেও ভালো কাজ হবে।
আরও পড়ুন : করুন শুধু এই ছোট্ট কাজ, চিরতরে বাড়ি থেকে পালাবে সব আরশোলা