পৃথিবীতে অনেক রকম পেশার পাশাপাশি ভিক্ষাবৃত্তিও একরকমের পেশা। ভিক্ষুক মানেই দিন আনি দিন খাই- এই কথাটি সবার প্রথমে আমাদের মাথায় আসে কিন্তু সর্বক্ষেত্রে এই কথাটি ঠিক নয়। এই পৃথিবীতে এমন অনেক ভিক্ষুক আছেন যাদের সম্পত্তির পরিমাণ এত বিপুল যে সেই পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
হ্যাঁ আমাদের দেশেই এমন কয়েকজন ভিক্ষুক আছেন যারা রোজ রাস্তায় ভিক্ষা করে কয়েক কোটি টাকার সম্পত্তি তৈরি করে ফেলেছেন। ইন্ডিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী এরকম একজন ভিক্ষুকের কথা উঠে এসেছিল যাদের মাসিক আয়ই হলো কয়েক লক্ষ টাকা। তাদের মধ্যে কয়েকজন আবার কোটি কোটি সম্পত্তির অধিকারী। এ রকমই ৮ জন ভিক্ষুকের কথা আজকে বলবো ভিক্ষা করেই যারা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।
১। ভারত জৈন
মুম্বাইয়ের পারেল এলাকায় ভিক্ষা করা এই ব্যক্তি প্রতি মাসে ভারতীয় অর্থমূল্য অনুযায়ী ৭৫ হাজার টাকা আয় করেন। তার দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে বর্তমান সময়ে যার বাজারদর ৭০ লক্ষ টাকা।
২। লক্ষ্মী দাস
কলকাতার রাস্তায় ভিক্ষা করা এই লক্ষীর ভিক্ষাবৃত্তির সময়কাল ৫০ বছরেরও বেশি।১৬ বছর বয়স থেকেই রাস্তায় ভিক্ষা করেন তিনি। তিনি ও বিপুল সম্পত্তির অধিকারী।
৩। কৃষ্ণকুমার গীতে
মুম্বাইয়ের চারনি রোডে ভিক্ষা করা কৃষ্ণকুমারের মাসিক আয় ৪৫ হাজার টাকা। মুম্বাইতে তার নিজস্ব ফ্ল্যাট ও রয়েছে।
৪। বুরজু চন্দ্র আজাদ
এই ব্যক্তি ২০১৯ সালের ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর পুলিশ তদন্ত শুরু হয় তখন পুলিশ তার বিপুল সম্পত্তির কথা জানতে পারেন। এই ব্যক্তির বাড়িতে ১.৫ লক্ষ টাকা ক্যাশ মজুদ ছিল। আর ব্যাঙ্কে ৮.৭৭ লক্ষ টাকা রয়েছে।
Mumbai: A fixed deposit of Rs 8.77 lakhs & around Rs 1.5 lakhs of cash (mostly coins) recovered by police from the residence of a beggar Burju Chandra Azad in Govandi, who died in an accident while trying to cross a railway track. pic.twitter.com/44ICDXnXTM
— ANI (@ANI) October 7, 2019
৫। পাপ্পু কুমার
দুর্ঘটনায় একটা পা নষ্ট হয়ে যাওয়ার পর রেলওয়ের ধারে ভিক্ষা করেই দিন কাটত তার। পাপ্পু সম্পত্তির পরিমাণ ১.২৫ কোটি টাকা।
৬। মাসু ওরফে মালানা
টেলিভিশন ও সিনেমার তারকারা যেসকল রেস্তোরাঁতে খেতে যায় সেখানে বসে ভিক্ষা করেন মাসু। এই ভাবেই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছে সে। প্রতিদিনই তার রোজগার হয় হাজার থেকে দেড় হাজার। আন্ধেরিতে একটি ফ্ল্যাটের মালিক সে। এছাড়া আম্বোলিতেও তার একটা ফ্ল্যাট রয়েছে।
৭। সরবেতিয়া দেবী
সরবেতিয়া দেবী পাটনায় থাকেন। ভিক্ষা করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করেন তিনি। বার্ষিক ৩৬,০০০ এর একটি জীবন বীমা ও রয়েছে তার।
৮। সমভাজি কালে
এই ব্যক্তি ও প্রচুর সংখ্যক রিয়েল এস্টেট এর মালিক। এছাড়াও তার একটি ফ্ল্যাট,একটি জমি ও সোলাপুরে দুটি বাড়ি রয়েছে।