বর্ধমানের মেয়ের প্রতিভায় মুগ্ধ গোটা দেশ, ইন্ডিয়াস গট ট্যালেন্টে বাংলার নাম ঊজ্বল করলো সাথী

শুরু হয়ে গিয়েছে ভারতের সেরা প্রতিভাদের খোঁজ। সোনি টিভির (Sony TV) ইন্ডিয়া গট ট্যালেন্টের (India Got Talent) বিচারক কিরণ খের, শিল্পা শেট্টি, বাদশাহ, এবং মনোজ মুনতাসিরা চুলচেরা বিশ্লেষণ করে ইন্ডিয়া গট ট্যালেন্টের তাবড় তাবড় প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেবেন আগামীদিনের প্রতিভাকে। এই মঞ্চে পৌঁছে গিয়েছেন বাংলার (West Bengal) মেয়ে সাথী (Saathi Dey)। যার অসাধারণ পারফরম্যান্স অবাক করেছে বিচারকদের।

   

পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে সাথী দে। তিনি একজন হেয়ার অ্যাক্ট ডান্সার। বাংলা থেকে তিনি পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানের মঞ্চে। ভারতবর্ষে এই প্রথম কোনও হেয়ার অ্যাক্ট ড্যান্সারের পারফরম্যান্স দেখলেন দর্শকরা। মাথার চুলে হারনেস আটকে ঝুলন্ত দড়ি থেকে বাতাসে ভেসে ভেসে নাচ দেখালেন সাথী। এর আগে এমন দৃশ্য দেখেনি কেউ। বিচারকরা এমন দুর্দান্ত পারফরম্যান্স সামনে দেখে অবাক হয়ে গিয়েছেন।

বর্ধমানের পাঁচড়া গ্রামের মেয়ে সাথী। ছোট থেকেই মায়ের ইচ্ছে মেয়েকে নাচের জগতে প্রতিষ্ঠা করবেন। তবে বাবা চাইতেন মেয়ে পড়াশোনা নিয়ে থাকুক। মায়ের সমর্থনেই নাচের জগতে একটু একটু করে এগিয়ে গিয়েছেন সাথী। ক্লাস নাইনে পড়ার সময় সাথী নাচ শেখার জন্য বর্ধমান থেকে কলকাতায় আসেন। ধীরে ধীরে নাচ দেখিয়ে তিনি বহু মানুষের প্রশংসা পেতে শুরু করেন। নাচের সূত্রে প্রায় গোটা ভারতবর্ষ চষে ফেলেছেন সাথী। বর্তমানে তার ঠিকানা মুম্বাই।

মুম্বাইতে এসে বিট ব্রেকার্স নামের একটি ডান্স গ্রুপে যোগদান করেন তিনি। সেখানে তিনি এই ডান্স ফর্মের সঙ্গে পরিচিত হন। প্র্যাকটিসের জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রথম প্রথম সিলিং ফ্যানে দড়ি ঝুলিয়ে তাকে ঝুলিয়ে রাখা হতো। তারপর এরিয়ালে পৌঁছান সাথী। হারনেসের সঙ্গে বেঁধে শুরু হয় প্রাক্টিস। কঠিন অধ্যাবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে ভারতের প্রথম সফল হেয়ার অ্যাক্ট ডান্সার করে তুলেছে। সাথী ভবিষ্যতে নাচ নিয়ে এগিয়ে যেতে চান। সদ্য তার প্রতিভা প্রকাশ পেল ইন্ডিয়া গট ট্যালেন্টের ময়দানে।

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আসন্ন এপিসোডের প্রোমো। প্রোমো দেখেই থ বনে গিয়েছেন নেটিজেনরা। প্রত্যেক শনি এবং রবিবার ভারতের প্রত্যেক কোনা থেকে প্রতিভাদের দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী থাকছেন দর্শকরা। এই সপ্তাহে মঞ্চে আসছেন বাংলার মেয়ে সাথী। চুলে হারনেস জড়িয়ে তার এমন নাচের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন বিচারকরা। ঝলক দেখে দর্শকরা নিশ্চিত, গোল্ডেন বাজার অবশ্যই জিতে নিতে পারবেন সাথী।

গোল্ডেন বাজার, বিচারকদের সামনে পারফরম্যান্স দেখিয়ে মুগ্ধ করতে পারলে এটি জিতে নিতে পারবেন প্রতিযোগীরা। প্রতিযোগীদের লক্ষ্যপূরণের দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে গোল্ডেন বাজার। সেই লক্ষ্যে এবার ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে হেয়ার অ্যাক্ট পারফরম্যান্স দেখাবেন সাথী। ঝলক দেখে বিচারকরা তো বটেই, চমকে গিয়েছেন দর্শকরাও।