ইন্ডিয়ান আইডল সিজন ১২ (Indian Idol Season 12) এর উইনার হয়েছেন পবনদীপ রাজন (Pawandeep Rajan)। টানা ৮ মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে ৫ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি জিতে নিয়েছেন বিজয়ীর খেতাব। এই মঞ্চে জয়ের ফলস্বরূপ পেয়েছেন ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার, একটি বিলাসবহুল গাড়ি, ইন্ডিয়ান আইডলের বিজয়ীর ট্রফিও পুরে ফেলেছেন নিজের ঝুলিতে। একইসঙ্গে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা এবং সমর্থন।
উত্তরাখণ্ডের বাসিন্দা পবনদীপ রাজনের খুব ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল। তার পরিবারে রীতিমতো সংগীত চর্চার পরিবেশ ছিল। তার বাবা সুরেশ রাজনও একজন সংগীতশিল্পী। যিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। বাবার কাছেই সংগীত শিক্ষার হাতেখড়ি হয় তার।এরপর তিনি যখন কলেজে পড়তে শুরু করেন, তখন থেকেই সংগীতের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন তিনি।
২০১৫ সালে তিনি ‘ভয়েস অফ ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতাতেও জয়লাভ করেছিলেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছিলেন ট্রফি, পঞ্চাশ লক্ষ টাকার চেক, একটি মারুতি অলটো কে টেন কারের চাবি এবং ইউনিভার্সাল মিউজিক কোম্পানির সঙ্গে একটি চুক্তিপত্র। এই চুক্তিপত্র অনুযায়ীই ২০১৫ সালেই পবনদীপের প্রথম মিউজিক ভিডিও ‘ইয়াকিন’ রিলিজ হয়েছিল।
ওই বছর ‘ভয়েস অফ ইন্ডিয়া’ পবনদীপকে উত্তরাখন্ডের ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করে। তার ঠিক এক বছরের মাথাতেই ২০১৬ সালে আরুন হারুণ রশিদ (Aarun Harun Rashid)-এর সঙ্গে যৌথভাবে একটি মিউজিক অ্যালবামে গান গেয়েছিলেন তিনি। এই মিউজিক অ্যালবামের নাম ছিল ‘ছোলিয়র’। এর পরেই বলিউডে তার যাত্রা শুরু হয়।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘রোমিও অ্যান্ড বুলেট’ ফিল্মের জন্য পবনদীপ ‘তেরে লিয়ে’ গানটি গেয়েছিলেন। তবে অনেকেই হয়তো জানেন না, বলিউডের পাশাপাশি টলিউডেও কিন্তু বাংলা গান গেয়েছেন পবনদীপ। বলিউড সুপারস্টার দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিডন্যাপ’ ছবিতে ‘ওই ডাকছে আকাশ’ গানটি তারই গাওয়া। গান ছাড়াও বিভিন্ন মিউজিক ইন্সট্রুমেন্ট বাজাতে পারেন পবনদীপ। কি-বোর্ড, ড্রাম, তবলা, গিটার তার মধ্যে অন্যতম।
এছাড়াও ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকদের সামনে ঢোলক বাজিয়ে তিনি অবাক করে দিয়েছিলেন সকলকে। এই মঞ্চেই সহ-প্রতিযোগী বাংলার মেয়ে অরুনিতার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শোনা যায়, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে। তবে এই রটনাকে অবশ্য পুরোপুরি নাকচ করে দিয়েছেন তারা দুজনেই। আপাতত কেরিয়ারে ফোকাস করা ছাড়া অন্য কোনও লক্ষ্য নেই পবনদীপের।