পুলওয়ামা হামলার পর প্রত্যাঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।
সূত্রের খবর, পূর্বপরিকল্পিত ভাবেই এই অভিযান চালানো হয়। সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢোকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩।
পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ল ভারতীয় যুদ্ধবিমান৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা ভারতীয় বিমানবাহিনীর৷ বেশ কয়েকটি বিমান সীমানা পেরিয়ে পাকিস্তানে হানা দেয়৷ এমনটাই অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনীর৷
Indian aircrafts intruded from Muzafarabad sector. Facing timely and effective response from Pakistan Air Force released payload in haste while escaping which fell near Balakot. No casualties or damage.
— DG ISPR (@OfficialDGISPR) February 26, 2019
এই প্রসঙ্গে পাক জেনারেল আসিফ গাফুরের দাবি, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরবাদে ঢুকে পড়ে ভারতের যুদ্ধবিমান৷ পরে, পাকিস্তানের পাল্টা আক্রমণে ফের ভারতে ফিরে আসে যুদ্ধবিমানটি৷
প্রায় ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। ভারতীয় সেনা সূত্রের খবর, চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টে ৫৮ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত। মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ চলে রাত ৩টে ৪৮ মিনিট থেকে ৩টে ৫৫ মিনিট পর্যন্ত। এই হামলায় ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে দাবি ভারতের। পাকিস্তান যদিও কোনও হতাহতের কথা স্বীকার করেনি।
Pakistan claims "Indian Air Force violated Line of Control. Pakistan Air Force immediately scrambled. Indian aircraft gone back." pic.twitter.com/2ncIkVLqXE
— ANI (@ANI) February 25, 2019
এই অভিযান প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বায়ুসেনা। যদিও তাঁর দাবি, পাকিস্তানও পাল্টা প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলি ফিরে যায়। তিনি জানিয়েছেন, মুজফ্রাবাদ থেকে ভারতীয় বিমানগুলি প্রবেশ করে। তাঁর দাবি, পাকিস্তানের জবাবে বালাকোটে বোমা ফেলেই চলে যায় ভারতীয় বিমানগুলি। এই হামলায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। এই অভিযানের পর আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
Read More : আতস কাঁচে সার্জিক্যাল স্ট্রাইক; এক অজানা গল্প, লড়াইয়ের পটভূমি ও পরিকল্পনা
সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে ৩.৩০টের সময় হামলা চালায় ভারত৷ ভারতের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মুজাফরবাদে ঢুকে পড়ে৷ মুজাফ্ফরবাদে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভয়াবহ বিস্ফোরণ হয়৷ জইশ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের যুদ্ধবিমান৷ জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ছোঁড়ে ভারতীয় সেনা৷ টানটান উত্তেজনা দেখা যায় নিয়ন্ত্রণ রেখায়৷ তবে, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়৷