বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। সেই হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। সেই হামলার পর শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, তিন বাহিনীর প্রধান-সহ আরও বেশ কয়েকজন। বৈঠকের পর পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার প্রয়াস শুরু করে দেয় ভারত।
বৈঠক শেষে বিবৃতি দিয়ে জানানো হয়, “পাকিস্তানকে যাতে সারা বিশ্বেই বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তার সব রকম ব্যবস্থা ভারত নেবে। ইতিমধ্যে পাকিস্তানকে যে ‘এমএফএন’ মর্যাদা দেওয়া হয়, তা ভারত প্রত্যাহার করে নিচ্ছে।” পাকিস্তানের সাথে এখন থেকে এক শত্রু দেশের মতোই আচরণ করা হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী তরফ থেকে বলা হয়েছে এবার এমন ব্যবস্থা নেওয়া হবে যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আর সেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত সরকার বলে সূত্রের খবর। পাকিস্তানের বিরাজমান ভারতে নিযুক্ত রাজদূতের ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে ভারত সরকার এবং দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের রাজদূতকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Sources: Indian High Commissioner to Pakistan Ajay Bisaria arrives in Delhi for consultations with senior officials and leadership. #PulwamaAttack (file pic) pic.twitter.com/kYwujohkGB
— ANI (@ANI) February 16, 2019
গতকাল রাতেই পাকিস্তানে থাকা ভারতের রাজদূত ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং সূত্রের খবর দু ঘন্টা আগেই তিনি ভারতে পৌঁছে গেছেন। ভারতের রাজদূতকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা এবং পাকিস্তানের রাজদূতকে ফেরৎ যাওয়ার নির্দেশে রাজনৈতিক মহলের মন্তব্য খুব বড় এক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
আরও পড়ুন ঃ বড়সড় ঝটকা খেলো পাকিস্তান, ব্ল্যাকলিস্টে রেখে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার!
বিশেষজ্ঞদের মতে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার বড়োসড়ো প্রতিশোধ নেবে বলে ঠিকই করে নিয়েছে ভারত সরকার, তবে সেই প্রতিশোধ সরাসরি না হলেও কূটনৈতিকভাবে নিতে চলেছে। সূত্রের খবর পাকিস্তানকে একঘরে করার জন্য ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে উন্নত প্রাশ্চাত্য দেশ গুলির সাথে আলোচনা সেরে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় জওয়ানদের জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে নিরাপত্তার জন্য বহাল করা হয়েছে।