কাশ্মীরের জঙ্গিহানার জেরে পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্ব ছেড়ে দিল আইএমজি রিলায়েন্স। এই আবহেই শুধু ভারতেই নয়, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিকদের টি-টোয়েন্টি লিগের সম্প্রচারই পুরোপুরি বন্ধ করারই সিদ্ধান্ত নেওয়া হল।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, দুবাইয়ে। পরে, করাচি এবং লাহোরেও এই টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ হবে। শনিবার রাত থেকে ছ’টিমের এই টুর্নামেন্টের সম্প্রচার ভারতে বন্ধ করে দিয়েছে ওই সংস্থা। লাহোর কালান্ডার্স এবং করাচি কিংসের ম্যাচ ওই চ্যানেলে দেখা যায়নি।
পুলওয়ামায় জঙ্গিহানার প্রতিবাদে আইএমজি-রিলায়েন্স পাকিস্তান সুপার লিগ সম্প্রচার থেকে সরে দাঁড়ালো রিলায়্যান্স৷ পুলওয়ামায় জঙ্গিহানার প্রেক্ষিতে সংস্থাটি এই কাজ থেকে সরে আসছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডএর কর্তা শোহেব শেখ এবং কামিল খানের কাছে মেল পাঠিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ঘটনাচক্রে ডি স্পোর্টস ভারতে এই খেলার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিলায়েন্সও এমন সিদ্ধান্ত নেয়৷
প্রসঙ্গত, সেদিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানার কিছুক্ষণের মধ্যেই দুবাইয়ে উদ্বোধন হয় পাকিস্তান সুপার লিগে। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি লিগের সম্প্রচারের বরাত জুটেছিল মুকেশ অম্বানির আইএমজি-রিলায়েন্সের৷ জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকলেও পাকিস্তানের রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পড়ছে না। সামাজিকও মধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় খানিকটা চাপে পড়েই রিলায়্যান্স এই সিদ্ধান্ত নেয়।
লিগ শুরু হওয়ার বেশ কিছু দিন আগে ঘটা করে তারা সোশ্যাল মিডিয়ায় পিএসএলের প্রচার করা হয়েছিল। পুলওয়ামার ঘটনার পর অবশ্য পাকিস্তান ক্রিকেট নিয়ে ভারতে জনপ্রিয়তার একেবারে হারিয়েছে। এরমধ্যে সিসিআইয়ে ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হয়েছে। মোহালির স্টেডিয়াম থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের ছবি। ডেভিস কাপের গ্রুপ ১-এ পাকিস্তানে ভারতের সফরও জঙ্গিহানার পর বাতিল করা হতে পারে। এখন তা শুধু সময়ের অপেক্ষা।
পাকিস্তান সুপার লিগের গ্রুপ লিগ ম্যাচগুলি আমিরশাহিতে হলেও তার পরবর্তী ম্যাচগুলি কিন্তু হবে পাকিস্তানেই। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই সব ম্যাচের সম্প্রচার করার কথা আইএমজি-রিলায়েন্সের। গত জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট এই সম্প্রচারের স্বত্ব পাওয়ার পরে নাকি পাকিস্তানে গিয়ে প্রস্তুতি শুরু করেছিল আইএমজি-রিলায়েন্সের কর্মীরা।
তাছাড়া দু’দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১৩ সালের পর থেকে। এরপর পুলওয়ামার এমন ঘটনার পর এখন সে রকম সিরিজ কোনও রকম শুরুর সম্ভাবনাও নেই অথচ অদ্ভূত ভাবে পাকিস্তানের সঙ্গে রিলায়েন্সের ব্যবসা কিন্তু বন্ধ থাকছে না৷ ফলে প্রশ্নও উঠছিল নানা মহলে৷
Pulwama attack: Reliance Foundation reaches out to families of jawans, wants to offer education to children https://t.co/DvLejzx3bt via @ETPanache
— Reliance Foundation (@ril_foundation) February 18, 2019
Read More : ভারতীয় সেনার বড় সাফল্য, খতম মাস্টারমাইন্ড রসিদ গাজী
সেই প্রেক্ষিতে পরিস্থিতি কিছুটা ব্যালান্স করতেই শনিবার এই শিল্পগোষ্ঠীর অন্যতম সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন শহিদ সেনা পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করেছিল৷ শহিদ জওয়ানদের পরিবারে লোকেদের শিক্ষা এবং জীবন ধারণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে রিলায়েন্স ফাউন্ডেশন৷ একথা জানালেও তখনও সম্প্রচারের কাজ থেকে সরে আসার কথা জানা যায়নি৷ ফলে সেনা পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেও সমালোচনা এড়াতে পারছিল না রিলায়েন্স গোষ্ঠী৷ তার উপর ডিডি স্পোর্টস ভারতে এই খেলার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে এবার রবিবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেই মনে করছে বিভিন্ন মহল৷