‘টাকা খাইয়ে আমি অর্কদীপকে জিতিয়েছি?’, ফেসবুক লাইভে সারেগামাপা নিয়ে বিস্ফোরক ইমন

জি বাংলা “সারেগামাপা’র যাত্রা সম্প্রতি শেষ হয়েছে। গত রবিবার বিচারকদের চূড়ান্ত বাছাইপর্বে সেরার সেরা নির্বাচিত হয়েছে অর্কদীপ মিশ্র। বাংলা লোকগীতিকার অর্কদীপের মাথায় উঠেছে সেরার সেরা মুকুট। তবে নেটিজেনদের একাংশ কিন্তু বিচারকদের এই বিচারের ঘোর বিরোধিতা করছেন! অর্কদীপের সেরা হওয়াটাই যেন অপরাধ! “অর্কদীপের মেন্টর ইমন চক্রবর্তী জালিয়াতি করে জিতিয়েছেন তার শিষ্যকে!’ এমন অভিযোগও উঠেছে।

এবার নেটিজেনদের কটাক্ষ, কুমন্তব্য, ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন খোদ গায়িকা। ফেসবুক লাইভে এসে নেটিজেনদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন তিনি। ইমন এদিন বলেন, যে ছয়জন অংশগ্রহণকারী ফাইনাল রাউন্ডে উঠতে পেরেছিল, তারা প্রত্যেকেই সেরার সেরা হওয়ার দাবী রাখে। তবে ফাইনাল রাউন্ডে উনিশ-বিশ তফাৎ এর জন্য অর্কদীপকে সেরা হিসেবে বেছে নিয়েছেন বিচারকরা।

ইমনের বক্তব্য, “আজকে আমি কারোর হয়ে কথা বলতে আসিনি। তবে বর্তমান পরিস্থিতি দেখে আমি ভীষণ আতঙ্কিত। একটি ছেলে প্রথম হয়েছে, তা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? ইমন বলেন, “”আজকে অর্ক প্রথম না হয়ে যদি নীহারিকা প্রথম হত, তা হলেও আপনাদের এত বক্তব্য থাকতো। তখনো কারোর কারোর মনে হতো অর্ক বাংলা গান গায়। আমাদের বাংলা গান শোনানো হচ্ছে না! জি বাংলা সারেগামাপাতে এটা কি হচ্ছে?”

   

সমালোচকদের উদ্দেশে ইমনের বক্তব্য, “”আপনারা তো শো দেখছেন। সারেগামাপাকে এতো ভালোবাসেন। তাহলে যে ছেলে-মেয়েগুলো টপ ৪২ থেকে লড়াই করতে করতে আজ টপ ৬তে ফাইনালে উঠলো তাদের একটু আশীর্বাদ করুন না। একটা ছেলে প্রথম হয়েছে বলে তাকে নিয়ে এত ম্যানিপুলেশন কেন হচ্ছে? কেন এত খারাপ কথা লিখছেন সোশ্যাল মিডিয়ায়?”

ইমন প্রশ্ন করেন,””একটা ছেলেকে এত খারাপ কথা বলতে আপনাদের কারোর বাঁধছে না? একবারও ভেবে দেখছেন না ওই ছেলেটির মনে এর কি প্রতিক্রিয়া হতে পারে? কাউকে ভালো না বলতে পারেন, খারাপ কেন বলছেন?”। সারেগামাপার বিচারকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আজ ওখানে যারা বিচারকের আসনে বসে আছেন তারা প্রত্যেকেই গান-বাজনার উপর পারদর্শী। মিকা সিং, জয় সরকার, শ্রীকান্ত ভট্টাচার্যদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কুমন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতেও নেটিজেনদের তুলোধোনা করলেন গায়িকা।

তিনি বলেন,”শুধু সোশ্যাল মিডিয়া আছে বলেই যা খুশি তাই বলা যায় নাকি? নিজেদের আর কত নিচে নামাবেন?”, প্রশ্ন তুললেন গায়িকা। বহু নেটিজেন এও অভিযোগ করেছেন যে, ইমন নাকি টাকা দিয়ে অর্কদীপকে সেরা করিয়েছেন! এর জবাবও দিয়েছেন তিনি।

তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিরোধিতা করে ইমন বলেন, “”আমার এত টাকাই নেই যে আমি টাকার বিনিময়ে অর্কদীপকে জয়ী” করব! আমি কখনো নিজের জন্যই কাউকে টাকা খাওয়াইনি। টাকা খাওয়ানোর হলে আমি সৌম্যদীপ্তাকে রাখতাম। অদিতিকে রাখতাম। আমার টিমের প্রত্যেকটা মেম্বারকে রাখতাম।” নেটিজেনদের উদ্দেশ্যে তার বার্তা, কারোর গান শুনতে ভালো নাই লাগতে পারে। তাহলে তার গান শুনবেন না। কিন্তু এই ধরনের খারাপ মন্তব্য করবেন না।