
আসন্ন নির্বাচনে বাংলায় দুই প্রধান প্রতিপক্ষ দল হলো বিজেপি (BJP) এবং তৃণমূল কংগ্রেস (TMC)। তৃনমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিন্তু এখনও পর্যন্ত বিজেপি তাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। এখনও এই নিয়ে জল্পনা অব্যহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েই বাংলায় ভোট লড়তে চলেছে
বর্তমান মুখ্যমন্ত্রী তথা শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নামটাই সবার ওপরে আসে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম দক্ষ রাজনীতিবিদকেই সামনে রাখতে হবে বিজেপিকে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজ্যের অন্যতম ভোট সমীক্ষক সি ভোটার (C Voter) সম্প্রতি সমীক্ষা চালায় যেখানে দেখা যাচ্ছে ৩৭ শতাংশ মানুষ মনে করছেন এই অবস্থায় বিজেপি যদি কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে তাহলে লাভ হবে। ৩৬ শতাংশ মানুষ মনে করছেন এতেও কোনও সুবিধা হবেনা। তবে কোনও মত জানাননি ২৭ শতাংশ মানুষ।
আগে মনে করা হচ্ছিল বিজেপির অন্যতম মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি। ৪৮ শতাংশ মানুষের মতে সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারলে সুবিধা পাবে বিজেপি। ৩৩ শতাংশ মানুষ অবশ্য বলেছেন তাতে কোনও লাভ হবেনা। ১৯ শতাংশ মানুষ কিছুই বলেননি।
আরও পড়ুন : মমতা কি ফের মুখ্যমন্ত্রী হতে পারবেন, জ্যোতিষ গননা কী বলছে
১৫ শতাংশ মানুষের মতে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে বিজেপির সুবিধা হবে। অন্যদিকে ১২ শতাংশ মানুষের দাবী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে লাভ হবে বিজেপির।
আরও পড়ুন : কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে বিজেপির লাভ হবে, দেখে নিন