নবাব পরিবারের বউ হতে চলেছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি! চর্চার মজা নিচ্ছেন সইফ পুত্র ইব্রাহিম

জমে উঠেছে প্রেম! নবাব সেইফের বউমা হতে চলেছেন এই সেলিব্রিটি কন্যা

Ibrahim Ali Khan & Khushi Kapoor is Rumoured to be Dating Each Other

সেইফ আলি খান (Saif Ali Khan) বলিউডের অঘোষিত নবাব। পতৌদি নবাব বংশের উত্তরাধিকার সূত্রে সেইফ আলি খানের বংশ নবাবের পরিবার! এবার সেই নবাব পরিবারের সদস্য হতে চলেছেন আরেক সেলিব্রিটি কন্যা। ফাঁস হল সেইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan) প্রেমিকার পরিচয়। জানেন কে সেই সৌভাগ্যবতী যিনি নবাব বংশের পুত্রবধূ হতে চলেছেন?

তিনি আর কেউ নন বলিউডের ‘হাওয়া হাওয়াই’, ‘স্বপ্নের শাহজাদী’ শ্রীদেবীর (Sridevi) কনিষ্ঠা কন্যা খুশি কাপুর (Khushi Kapoor)। এই খবরে এখন সরগরম বলিউড। কারণ ইব্রাহিম এবং খুশি তাদের সম্পর্ককে গোপন রাখেননি। ইদানিং প্রায়ই সময় তাদের সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে যেখানে তারা দুজনে একসঙ্গে রয়েছেন। এই থেকে তাদের সম্পর্কের বিষয়ে আঁচ পেতে শুরু করেছে বলিউড।

সেইফ আলি খানের পরিবার এবং শ্রীদেবীর পরিবার বলিউডের সেলিব্রিটি পরিবারগুলির মধ্যে অন্যতম হল। সেইফের পরিবারে সকলেই সেলিব্রিটি। মা শর্মিলা ঠাকুর, প্রাক্তন স্ত্রী অমৃতা সিং, দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর খান, ৪ সন্তান ইব্রাহিম, সারা, তৈমুর এবং জাহাঙ্গীর সকলেই থাকেন লাইমলাইটে। অন্যদিকে শ্রীদেবীর দুই কন্যার মধ্যে বড় জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। খুশিও শীঘ্রই বলিউডে অভিষেক করবেন।

দুজনের মাঝে যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তা তাদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে চোখ রাখলেই বেশ বোঝা যায়। হোলিতে দুজনে একসঙ্গেই সেলিব্রেট করেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাদের একসঙ্গে দেখে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জল্পনা। দুজনের ঘনিষ্ঠতা দেখলে সহজেই আন্দাজ পাওয়া যায় তাদের সম্পর্কের গভীরতা কতখানি।

শ্রীদেবী কন্যাই কি তবে নবাব পরিবারের হবু পুত্রবধূ? এই প্রশ্নই ভর করছে নেটিজেনদের মনে। তবে এই দুই সেলিব্রিটি কিড এখনও পাকাপাকিভাবে বলিউডের খাতায় নাম না লেখালেও তাদের নিয়ে সরগরম হয়ে উঠেছে বলিউডি গসিপের পাতা।