কোনও অ্যাওয়ার্ড শো থেকে ডাক পাই না, ক্ষুব্ধ ‘গাঁটছড়া’র রাহুল

স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকের রাহুলকে আজ সকলেই চেনেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে (Anindya Chatterjee) তো বহু বছর আগে থেকেই চেনেন দর্শকরা। একাধিক ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মাঝে অবশ্য নেশার ফাঁদে পড়ে কেরিয়ার নষ্ট হতে বসেছিল তার। তবে তিনি সব দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে ফের ফিরে এসেছেন জীবনের মূল ছন্দে। I Have not been invited to any Award Show Says Anindya Chatterjeeএখন বেঙ্গল টপার ধারাবাহিকের একজন দাপুটে অভিনেতা তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির প্রতি তার মনে ক্ষোভ দানা বেঁধেছে যা তিনি সোশ্যাল মিডিয়াতে উগরে দিলেন।

একাধিক ছবি এবং ধারাবাহিকে অভিনয় করা সত্ত্বেও এই অভিনেতাকে বাংলার আওয়ার্ড শোগুলিতে তেমন কোনও কদর দেওয়া হয় না। বাংলাতে এখন একের পর এক আওয়ার্ড শো অনুষ্ঠিত হচ্ছে। অথচ উদ্যোক্তারা তাকে এড়িয়ে চলছেন। এই অ্যাওয়ার্ড শো গুলি থেকে পুরস্কার পাওয়া তো দূরের কথা, অভিনেতাকে আমন্ত্রণই জানানো হয় না। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে তিনি তার মনের কথাগুলি লিখেছেন।

অনিন্দ্যর কথায়, ‘কলকাতায় এত এত অ্যাওয়ার্ডস দেওয়া হয় । সিনেমা টেলিভিশন জগতের কোনো অ্যাওয়ার্ডসের ইনভাইট লিষ্টে আমার নাম থাকে না । এখন আর গায়ে লাগে না আর যাওয়ার অভ্যেসও চলে গেছে । যারা লিস্ট বানায় তাদের তো মনে হতেই পারে যে আমি ঝাপসা আর্টিস্ট আর ঝাপসা ছবি করি । যাই হোক যেমন আজকে একটা অ্যাওয়ার্ডস হচ্ছে । বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করছে আমি কই ? বললাম ডাকেনি আমাকে । লজ্জা কিসের ?’

তবে চ্যানেলের তরফ থেকে তাকে এড়িয়ে যাওয়া হলেও অবশ্য বিশেষ একটি আওয়ার্ড শো এবং চ্যানেল থেকে এখনও প্রতিবছর নিয়ম করে ডাক পাচ্ছেন অনিন্দ্য। সে কথা উল্লেখ করতে তিনি ভোলেননি। অভিনেতার এই বক্তব্যে তার ভক্ত এবং সমর্থকরা একজোট হয়ে তার পাশে দাঁড়িয়েছেন। কারও বক্তব্য, অভিনেতা নিজেই অনেক বড় পুরস্কার! আলাদা করে তার আর পুরস্কারের দরকার পড়ে না।

কেউ আবার ইন্ডাস্ট্রির এই মনোভাবের জন্য দায়ী করেছেন সিস্টেমকে। তাদের দাবি মানি-গুণী ব্যক্তিদের ‘তেল’ দিলে তবেই পুরস্কার মেলে এই অনুষ্ঠানগুলিতে। তবে ‘গাঁটছড়া’র খলনায়ককে উদ্দেশ্য করে কেউ কেউ মজা করে লিখছেন, ‘এ বছর সেরা দুষ্টু লোকের অ্যাওয়ার্ড বাধা তোমার’!