বিবাহ বিচ্ছেদের ঘটনা এখন হামেশাই দেখা যায়। উল্লেখযোগ্য কারণ হসেবে দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য, স্বামী বা স্ত্রীর পরকীয়ার ঘটনা। কিন্তু এই স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা আনতে যে কারণে কোর্টে গেলেন তা জানলে অবাক হবেন আপনি! স্ত্রী এর অভিযোগ স্বামী দীর্ঘদিন ধরে স্নান করেন না, দাঁত মাজেন না। তাই এইরকম নোংরা স্বামীর সাথে জীবন কাটানো যায় না।
বৈশালী গ্রামের দেসরি গ্রামের বাসিন্দা সোনি দেবী। সোনি দেবী জানিয়েছেন, বিয়ের আগে তিনি তাঁর স্বামীকে চিনতেন না তাই তার স্বভাব সম্পর্কেও ওয়াকিবহল ছিলেন না তিনি। বিয়ের পর সোনি দেবী বুঝতে পারেন ১০ দিনে একবার স্নান করেন তার স্বামী, এমনকি নিয়মিত ব্রাশটুকুও করেননা।
আরও পড়ুন : ঘরের সমস্ত কাজ করেন স্বামী, ঝগড়া করেন না! ডিভোর্স চান বিরক্ত স্ত্রী
শেষমেষ বাধ্য হয়েই, বিবাহ বিচ্ছেদের মামলা করেন সোনি দেবী। সোনি বলছেন, ও আমার জীবন দুর্বিষহ করে দিয়েছে। মামলা করা হয় মহিলা কমিশনে। যদিও, মহিলা কমিশন সোনিকে এখনই বিবাহ বিচ্ছেদ না করার পরামর্শ দিয়েছে। তাঁরা আরও দু’মাস দুজনকে একসঙ্গে থাকার পরমার্শ দিয়েছে। এবং মণীশকেও নিয়মিত স্নান ও ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়েছে। হয় তাকে স্বভাব বদলাতে হবে। নাহলে ছাড়তে হবে তার পরিণীতাকে।