লকডাউন চলাকালীন নগদ টাকা নিয়ে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন সেজন্য ব্যাঙ্কের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটিএম হোক অথবা ব্যাঙ্কে, যাতে লাইন না পরে তার জন্য কিছুদিন আগেই তারা নিয়ে এসেছিল ‘মোবাইল এটিএম’। এর ফলে লাইনে না দাঁড়িয়ে গ্রাহকরা তাদের বাড়ি থেকেই টাকা তুলতে পারছিলেন। এবার করোনা সংক্রমণ ঠেকাতে আরও একটি নতুন প্রযুক্তি নিয়ে আসছে ব্যাঙ্ক।
এই পদ্ধতিতে ATM মেশিন না ছুঁয়েই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন ATM কাউন্টার থেকে। এজন্য ইতিমধ্যেই ব্যাঙ্কগুলি কনট্যাক্টলেস ATM মেশিন বসানোর কাজ শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে পিন ছাড়া মেশিন থেকে টাকা উঠবে? আর এই পদ্ধতিতে টাকা তোলার ক্ষেত্রে তা কতটা সুরক্ষিত?
পিন ছাড়া টাকা তোলার জন্য ব্যবহার করা হবে QR Code। সেই কোড স্ক্যান করে আপনি আপনার প্রয়োজন মত টাকার অঙ্ক দিলেই এবার এটিএম থেকে সহজেই পাওয়া যাবে আপনার প্রয়োজনীয় নগদ টাকা। আর এই পদ্ধতির ব্যবহারের জন্য আপনাকে ATM স্ক্রীন অথবা কিপ্যাডে হাত দিতে হবে না।
মেশিনে হাত না দিয়ে প্রয়োজনীয় পাসওয়ার্ড বা পিন, টাকার অঙ্ক সবই দেওয়া যাবে আপনার মোবাইলের অ্যাপেই। সুরক্ষার কথা বলতে গেলে এই পদ্ধতি ATM মেশিনে পিন দেওয়ার থেকেও বেশি সুরক্ষিত। এই পদ্ধতি অনেকটা Paytm, PhonePe ইত্যাদির ক্ষেত্রে QR Code স্ক্যানিং করে পেমেন্ট করার মতোই।
নতুন এই পদ্ধতিতে টাকা তোলার জন্য গ্রাহকদের ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকে QR Code Withdrawals অপশনটি বেছে নিতে হবে। তারপর টাকার অঙ্ক দিয়ে প্রয়োজনীয় তথ্য যেমন পিন ইত্যাদি দিতে হবে।
সম্পূর্ণটাই করতে হবে আপনার মোবাইলে, মেশিনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরেই আপনি আপনার প্রয়োজনীয় নগদ টাকা ATM মেশিন থেকে পেয়ে যাবেন।