২ মিনিটে সাফ হবে বেসিন পাইপে আটকে থাকা ময়লা, করুন শুধু ছোট্ট এই কাজ

5 Ways to Unclog a Kitchen Sink : বেসিনের পাইপে আটকে থাকা ময়লা পরিষ্কারের সব থেকে সহজ উপায়

Unclog a blocked sink drain : পুজো উপলক্ষ্যে কমবেশি সবাই ঘর বাড়ি পরিষ্কার করে। যদিও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাড়ির প্রত্যেকটা স্থানই খুব পরিষ্কার রাখা উচিত। বাথরুম, রান্নাঘর, ও বেসিন অবশ্যই পরিষ্কার রাখা উচিত। তবে এসবের মধ্যে বেসিনের পাইপে জমা ময়লা অনেকের কাছেই বড় দুশ্চিন্তার বিষয়। কারণ এই ময়লা কিভাবে পরিষ্কার করা যাবে সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। চলুন জেনে নিই কিভাবে পরিষ্কার করবেন এই ময়লা (How to Unclog a Sink)।

১. ডিমের খোসা : আপনি এই বেসিনের পাইপের ময়লা পরিষ্কার করতে ডিমের খোসা ব্যবহার করতে পরেন। এর জন্য আপনি দিনের খোসা নিয়ে সেগুলো একদম মিহি করে গুঁড়া করে নেবেন। এরপর সেই গুঁড়োটা সিঙ্কে বা বেসিনের ছাঁকনির মধ্যে দিয়ে দিন। তারপর কলের জল ছেড়ে দিন। দেখবেন সব ময়লা দূর হয়ে যাবে।

Unclog a blocked sink drain

   

২. নুন : বেসিনে আটকানো ময়লা দূর করতে বেশ খানিকটা নুন নিয়ে বেসিনের মধ্যে ঢেলে দিতে হবে।তারপর বেশ খানিকটা ফুটন্ত জল তার মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে আপনার বেসিনের ড্রেন পরিষ্কার হবে।তবে তার সঙ্গে যদি বেশ খানিকটা ডিটারজেন্ট মেশাতে পারেন সেক্ষেত্রে আপনার বেসিন নতুনের মতো চকচক করবে।

৩. ফুটন্ত গরম জল ব্যবহার : আটকে থাকা বেসিন পরিষ্কারের আরেকটি উপায় হলো ফুটন্ত গরম জলের ব্যবহার। উনুনে জল ফুটতে দিন। তারপর সেই জল ফুটে উঠলে তাতে দিন এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার। এরপর সেই জল ধীরে ধীরে বেসিনে ঢালুন। এতে বেসিন পরিষ্কার হবে দ্রুত।

Unclog a blocked sink drain

৪. কস্টিক সোডার ব্যবহার : আপনার যদি বেসিন পরিষ্কারের জন্য খুব একটা সময় না থাকে তবে হার্ড ওয়্যারের দোকান থেকে কস্টিক সোডা কিনে রাখুন। বেসিনে ময়লা আটকে গেলে এর সাহায্যে খুব দ্রুত পরিষ্কার করতে পারবেন।

আরও পড়ুন : ১ মিনিটে ১ কেজি রসুনের খোসা ছাড়ান, রইলো সবথেকে সহজ পদ্ধতি

Unclog a blocked sink drain

আরও পড়ুন : আটা মাখার সময় করুন ছোট্ট এই কাজ, তুলোর মত নরম ও ফুলকো হবে রুটি

৫. নির্দিষ্ট ব্রাশ ব্যবহার : বাইরে থেকে চাপ দিয়ে পাইপের ভেতরের আবর্জনা পরিষ্কারের নির্দিষ্ট ব্রাশ রয়েছে। এই ধরনের একটি ব্রাশ কিনে রাখতে পারেন। রাতে থালাবাসন ধোয়ার কাজ শেষ হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে একবার চাপ দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন। এতে পাইপে ময়লা জমবে না।

আরও পড়ুন : ২ মিনিটে পরিষ্কার করে নিন ময়লা এঁটো বাসন, করুন শুধু ছোট্ট এই কাজ