How to Reduce Electric Bill : বিদ্যুতের বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা? বিদ্যুৎ খরচের জন্য হাতে টান পড়ছে? কিছু অজানা কারণের জন্য আপনার কারেন্টের বিল বেশী আসছে। অনেকে ঘরে বসে বিদ্যুৎ বিল কমাতে অনেকে অনেক রকম ব্যবস্থা নেয় (How to Save Electricity at Home)। অনেক সময় ফ্যান ও টিভি ব্যবহার কমিয়ে দেন। তবে চিন্তা নেই ঘরে বদল করুন ছোট্ট এই জিনিসটি, কমবে খরচ (How to Reduce Electric Bill)।
আসলে এই প্রচন্ড গরম থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। কেউ একাধিক ফ্যান চালাচ্ছেন কেউ আবার AC চালিয়ে রাখছেন সারাদিন। তাতে কিছুটা হলেও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। কিন্তু এক্ষেত্রেও বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম চালানোর ফলে বিদ্যুৎ বিল বাড়ছে। তবে আপনি আপনার বাড়ির সুইচ বোর্ডে একটি পরিবর্তন করলেই আপনি বিলের খরচ কমাতে পারবেন।
How to Save Electricity at Home
যেমন সুইচবোর্ডে ইনস্টল করা ইন্ডিকেটর। এটি আমাদের বাড়ির প্রত্যেকটি স্যুইচ বোর্ডে থাকে। এটার সাহায্যে আমরা ঘরে বিদ্যুৎ আছে কিনা সেটি বুঝতে পারি। তাই যখন বিদুৎ পরিষেবা বন্ধ থাকবে তখন আপনি বাড়ির সমস্ত সুইচ বন্ধ করে রাখতে পারেন। তারপর যখন বিদ্যুৎ আসবে তখনই এই ইন্ডিকেটার আলো জল উঠবে সেই দেখে আপনি আবার সমস্ত সুইচ করে পাখা আলো জ্বালাতে পারেন।
ভারতে সরবরাহ ভোল্টেজ হল ২৩০- ২৪০ ভোল্ট। এই ভোল্টেজের একটি সূচক প্রতি ঘন্টায় প্রায় ০.৩ থেকে ০.৫ ওয়াট খরচ করে। আপনার বাড়িতে মত ১০ টি সুইচবোর্ড থাকলে ৭২ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। তাই যদি ইন্ডিকেটর বন্ধ করে রাখেন তাহলে এতে করে আপনার বিদ্যুত সাশ্রয় হবে।
Power Saving Tips
তার সঙ্গে যদি আপনার বাড়িতে ভোল্টেজ কম থাকে তখনও এই আলো দেখে বুঝতে পারবেন। আর সেই সময় যদি আপনি আপনার বাড়ির টিভি , ফ্রিজ বন্ধ করে দেন সেগুলো তাহলে কোনো দিন নষ্ট হয়ে যাওয়ায় সম্ভবনা থাকবে না। এছাড়াও আপনার বাড়িতে যেই ডিভাইস গুলো ব্যবহার করবেন সেগুলো যেন উন্নত মানের হয়। এতো আপনার বিদ্যুৎ বিল কম হবে।