Retrieve Lost Aadhar Card : প্যান কার্ডের লিংক থেকে শুরু করে যাবতীয় সমস্ত কাজকর্মের জন্য এখন শুধুমাত্র প্রয়োজন আধার কার্ড (Aadhar Card)। ভোটার আইডেন্টিটি কার্ড এখন শুধুমাত্র ভোটের দিন ছাড়া তেমন আর কোন কাজে লাগে না। আমাদের পরিচয় পত্র বলতে এখন আমরা জানি শুধুই আধার কার্ড। কিন্তু হঠাৎ যদি আপনার পরিচয় পত্র হারিয়ে যায় তাহলে কি করবেন?
Retrieve Lost Aadhar Card Process
আধার সংস্থা ইউআইডিএআই (UIDAI) – এর ওয়েবসাইটে এমন কিছু প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে এক ব্যক্তি নিজের আধার কার্ড সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ নথি বের করতে পারবেন। আপনার এই বহুমূল্যবান আধার কার্ড যদি হঠাৎ হারিয়ে যায় তাহলে একেবারেই চিন্তা করার কিছু নেই। তবে আধার কার্ডের বিষয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে আপনাকে।
কোন অসরক্ষিত জায়গা থেকে আধার কার্ডের ডিজিটাল কপি কখনোই বের করবেন না। আধার কার্ড যখনই কোথাও নিয়ে যাবেন খুব সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতকিছুর পরেও যদি আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেন তাহলে ইউআইডিএআই এর টোল ফ্রি নম্বর ১৯৪৭ নম্বরে ফোন করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটে রিপোর্ট করতে পারেন।
কেউ যদি আধার কার্ড হারিয়ে ফেলে বা সেটি যদি কোনভাবে চুরি হয়ে যায় তাহলে বিভিন্ন প্রক্রিয়ায় সেটি ফেরত পাওয়া যায় যেমন https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে ‘লস্ট ইউআইডি (ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর)/ইআইডি (এনরোলমেন্ট আইডি)’ অপশনে ক্লিক করতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে পরপর কয়েকটি পদক্ষেপ নিলেই আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাবেন।
টোল ফ্রি নম্বর ১৯৪৭ নম্বরে যোগাযোগ করে এজেন্টের সঙ্গে কথা বললেও আপনি আপনার আধার কার্ড ফেরত পেয়ে যাবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার যুক্ত থাকে তাহলে আরো সহজ হয়ে যাবে আপনার আইডি উদ্ধার করা। আইডি উদ্ধারের জন্য ফোনে ‘মাই আধার’ অপশনে ক্লিক করে ‘গেট আধার’ অপশনে যেতে হবে। এরপর সেখানে থাকা অপশনগুলির মধ্যে ক্লিক করতে হবে রিট্রিভ ইউআইডি।
আরও পড়ুন : কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স জানলে অবাক হবেন
আরও পড়ুন : দীপাবলি শুভেচ্ছার SMS পাচ্ছেন? সাবধান না হলে নিমেষে খালি হয়ে যাবে ব্যাঙ্ক একাউন্ট
এরপর নির্দিষ্ট জায়গায় আধারের সঙ্গে সংযুক্ত থাকা নাম মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে এনরোলমেন্ট আইডি স্লিপ বের করে নেবেন। মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে ১৯৪৭ নম্বরে ফোন করে আইডি জেনে নেবেন। অপারেটর আপনার প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করে আপনার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখে আপনার এনরোলমেন্ট আইডি দিয়ে দেবে আপনাকে।