হোলি খেলার পর শরীর থেকে রং তোলার ঘরোয়া উপায়

দোলে বা হোলিতে আবির মাখবে না বা রং খেলবেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল।আনন্দের উৎসব দোল ও হোলি।সারা বছর ধরেই আমরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকি।আর মনের আনন্দে এই উৎসবে মেতে উঠি রং খেলায়।রং খেলা নিয়ম মেনে হয় না।উচ্ছাসের কোনো সীমা থাকে না।এই দিনগুলো তাই আমরা শরীরের  বা ত্বকের যত্ন ভুলে মেতে উঠি।তবে বাজারের নানা  রাসায়নিক রং ব্যবহার করে অনেকেরই ত্বকে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।আর চুলের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। চুলে রঙের প্রভাবে অনেক চুল উঠতে শুরু করে, রং তোলার সময়।তবে আপনি তো নিজেকে ঘরে বন্দী করে রাখতেও পারেন না।বন্ধু ,বান্ধবী, আত্মীয় স্বজন,ভাই বোন, স্বামী স্ত্রী সকলেই এই রঙের উৎসবে আনন্দের সঙ্গে মেতে উঠি।রং খেলার সময় ত্বক বা চুল নিয়ে আমরা বেশি কিছু ভাবি না।তবে রং তোলার সময় শুরু হয় আসল চিন্তা ।কীভাবে উঠবে শরীর থেকে বা মাথা থেকে রং? আর তাই রং খেলার পূর্বেই যদি আমরা কিছু উপায় অবলম্বন করি যাতে আমাদের শরীরে বা চুলে রং না বসে তাহলে সহজেই আমরা আমাদের শরীর থেকে রং তুলতে পারবো।

আরো পড়ুন : দোলের আগের ও পরের কিছু গুরুত্বপূর্ণ হেয়ার ও স্কিন কেয়ার টিপ্স

চুল বা ত্বক ঠিক রাখার কিছু ঘরোয়া টিপস

  • রং খেলার আগে ত্বকে এবং মুখে  ভালো করে নারকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে নিন তাতে শরীরে বা মুখে বেশি রং লাগবে না।
  • চুলে যাতে রং না লাগে তার জন্য, চুলে লাগানোর জন্য ল্যাভেন্ডার অয়েল ,আমন্ড অয়েল,গোলাপ জল এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন।তারপর রং খেলার  ৩০মিনিট আগে মেখে নিন
  • মেয়েদের ক্ষেত্রে চুল না খুলে রং খেলতে হবে।চুল খুলে রং খেললে মাথার ভেতরে রং প্রবেশ করবে।তার ফলে রঙের রাসায়নিক  চুলের গোড়া নষ্ট হবে। পরে তা থেকে খুসকি তৈরি হবে ও চুল ঝরতে শুরু করবে।
  • দেহের খোলা অংশে সানস্ক্রিন লোশন মাখলে তা শরীরে রং বেশিক্ষণ থাকতে দেয় না।রং খেলার আগে এলোভেরা রস লাগাতে পারেন ত্বকে।

চোখ ঠিক রাখার উপায়

চোখ ঠিক রাখার জন্য অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।চোখে রং ঢুকলে সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ঝাপটা দিন চোখে।বারবার জল ঝাপটা দিলে রং বেরিয়ে আসবে। রং হাতে চোখে হাত দেবেন না।গোলাপ জল দিয়েও চোখে ঝাপটা দিতে পারেন।রং খেলার সময় চোখে লেন্স পরবেন না ভুলেও

শরীর, মুখ ও মাথা থেকে রং তোলার কিছু ঘরোয়া টিপস

  • শরীর থেকে বা মুখ থেকে রং তোলার জন্য বাড়িতে বানিয়ে নিন এক পেস্ট।এই পেস্টে থাকবে পরিমান মতো ২ চামচ মধু,৩ চামচ দই, ১চামচ ময়দা ও ১চামচ হলুদ ।এবার এই পেস্ট মেখে ৩০মিনিট থাকুন তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ বা শরীর।
  • শুকনো ত্বকের জন্য দই ও বেসন দিয়ে একটা প্যাক বানিয়ে রং খেলার পর লাগাতে পারেন ১৫ মিনিটের জন্য তারপর ধুয়ে ফেলুন
  • তৈলাক্ত ত্বকের জন্য কমলালেবুর খোসা ও মুসুর ডাল নিয়ে তা পেস্ট করে তাতে জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।তারপর তা মুখে মাখুন ১৫ মিনিট।তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • পাকা কলার সাথে মধু ও দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন।তারপর তা ত্বকে বা মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষন ।তারপর জল দিয়ে ধুয়ে নিন।

আরো পড়ুন : হোলি খেলুন প্রাকৃতিক রঙে, বানান প্রাকৃতিক উপায়ে রং, জানুন পদ্ধতি

  • চুলের ক্ষেত্রে প্রথমে শুধু জল দিয়ে চুল ধুয়ে ফেলুন ।তারপর শ্যাম্পু ব্যবহার করুন ।শ্যাম্পু দিয়ে যদি প্রথমবার ফেনা না হয় তাহলে বেশি শ্যাম্পু ব্যবহার করুন । তারপর ১০মিনিট রাখুন।শেষে জল দিয়ে ধুয়ে নিন,দেখবেন মাথা থেকে  সব  রং  বেরিয়ে যাবে।
  • মুখের জন্য হলুদ বা পাকা পেঁপে দিয়ে একটা প্যাক তৈরি করুন এবং ১৫মিনিট লাগিয়ে রাখুন ।তারপর জল দিয়ে ধুয়ে নিন।
  • বেসন ও চালগুড়ো দিয়ে বানান একটা পেস্ট তারপর তা লাগান মুখে লাগান।কিছুক্ষন রাখার পর তা জল দিয়ে ধুয়ে নিন।
  • রং তোলার পর অবশ্যই সারা শরীরে নারকেল তেল  বা বডি অয়েল মেখে নেবেন।