নোংরা, আবর্জনা, নর্দমা থেকে শুরু করে শাকসবজি, ফলমূল, খাবার-দাবার, বাথরুম থেকে বেডরুম, মাছির (House Fly) উপদ্রব সর্বত্রই। ঘর থেকে মাছি দূর করা বড় সহজ কথা নয়। হাজার চেষ্টা করলেও ঘরে মাছির উপদ্রব সহজে এড়ানো যায় না। আবার মাছির কারণে নানা ধরনের রোগ-জীবাণুও দ্রুত ছড়াতে শুরু করে। এমতাবস্থায় মাছির থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কী কী করবেন আর কী কী করবেন না সেই টিপস রইল আজকের এই প্রতিবেদনে।
১. একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনিগার ঢেলে তার মধ্যে কয়েক ফোঁটা লিকুইড ডিশ ওয়াশার দিন। এবার বাড়িতে যেখানে মাছির উপদ্রব বেশি সেখানে এই পাত্রটা রেখে দিতে হবে। বিশেষত ফলের ঝুড়ির কাছাকাছি এই পাত্রটা রেখে দিন। ঘর থেকে নিমেষেই মাছি দূর হবে।
২. ফল খাওয়ার পর কখনও বাটি না ধুয়ে ফেলে রাখবেন না। শাকসবজি ও ফলমূল বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে রাখুন। ফল পচে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিন। অনেক সময় পচা শাকসবজি কিংবা ফলের সংস্পর্শে অন্যান্য টাটকা সবজি এবং ফলেও পচন ধরতে শুরু করে। পাকা ফল ধরে বেশিদিন ফেলে রাখবেন না। বেশি পাকা ফল এবং পচা শাকসবজি মাছিকে আকৃষ্ট করতে পারে।
৩. মশার মতো মাছি হাত দিয়ে মারা যায় না। মাছি মারার জন্য আপনি বিশেষ ফাঁদের ব্যবস্থা করতে পারেন। মাছি ধরার জন্য একটি গ্লাসের মধ্যে সামান্য অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে গ্লাসের মুখ সেলোফেন পেপার দিয়ে মুড়ে দিন। সেলোফেন পেপারের মাঝে এমনভাবে ছোট্ট একটি ছিদ্র করুন যাতে এর মধ্য দিয়ে মাছি সহজে গ্লাসের মধ্যে ঢুকতে পারে, কিন্তু বের হতে না পারে।
৪. রান্নাঘর এবং গ্যাস ওভেন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাবারের পাত্র সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। কোথাও যাতে কোনও খাবার, শাকসবজি কিংবা ফলের রস পড়ে না থাকে সেদিকে নজর রাখতে হবে। বাসন মাজার ভেজা স্পঞ্জ ভাল করে জল ঝরিয়ে রাখতে হবে। ঘর মোছার কাপড় ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।
৫. বাড়ির আশেপাশে আবর্জনা জমতে দেবেন না। নিয়মিত বাড়ির আশেপাশের আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আবর্জনা ফেলার ডাস্টবিনের মুখ বন্ধ করে রাখতে হবে।
৬. একটা কাচের বয়ামের মধ্যে বেশ কিছুটা অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে বয়ামের খোলা মুখে একটা ফ্যানেল বসিয়ে দিন। ফ্যানেলের ছিদ্র দিয়ে মাছি ভেতরে ঢুকতে পারবে কিন্তু বেরোনোর সুযোগ পাবে না।
৭. ঘর থেকে মাছি দূর করতে এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। ল্যাভেন্ডার, লবঙ্গ, দারচিনি, ইউক্যালিপটাস, পিপারমেন্ট, লেমন গ্রাস, বেসিলের এসেন্সিয়াল অয়েল মাছি তাড়ানোর জন্য কার্যকরী। একটি স্প্রে বোতলে প্রত্যেকটি এসেন্সিয়াল অয়েল ২০ ফোটা করে দিতে হবে। তারপর এর মধ্যে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি ঘরের চারিদিকে স্প্রে করলেই মাছি নিমেষে দূর হবে।