Ration Shop Dealership : ভারতবর্ষের বহু মানুষ শুধুমাত্র রেশন থেকে পাওয়া চাল খান। তাই রেশন ব্যবস্থা (Ration system) আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটি সরকারি মাধ্যম। করোনা পরিস্থিতির সময় যখন মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল ঠিক সেই সময় এই রেশন ব্যবস্থার মাধ্যমে বহু মানুষের কাছে বিনামূল্যে চাল পৌঁছে দেওয়া হয়েছিল।
সেই সময় সবচেয়ে প্রয়োজনীয় মাধ্যম ছিল রেশন ব্যবস্থা। তবে রেশন ব্যবস্থার সকল সুযোগ-সুবিধা নেওয়ার জন্য রেশন কার্ডের প্রয়োজন রয়েছে। রেশন কার্ড না থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। কিন্তু রেশন ব্যবস্থার মতো রেশন ডিলারশিপ নিলেও অনেক লাভ মিলবে। কিন্তু কিভাবে রেশনের ডিলারশিপ (Ration dealership) নেবেন? জেনে নিন সেই নিয়ম।
আসলে যারা রেশনের ডিলারশিপ নিতে চান তাদের অনলাইনে এর জন্য আবেদন জানাতে হবে। এই আবেদন জানাতে হবে পশ্চিমবঙ্গের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েব সাইটটি হল – www.food.wb.gov.in।
তবে কিছু নিয়ম রয়েছে যা মানলেই ডিলার শিপ মিলবে। যেমন- কোনও ব্যক্তিকে রেশনের ডিলারশিপ পেতে হলে তাকে ঐ মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে। থাকতে হবে রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম, সমবায় সমিতি এবং সেলফ হেল্প গ্রুপের সংঘ।
এখানেই শেষ নয়, রেশনের ডিলারশিপের আবেদন করার জন্য এক হাজার টাকা ফি হিসেবে জমা দিতে হবে। এই ফি জমা দেওয়ার জন্য একটি ওয়েব সাইটে যেতে হবে। এই ওয়েব সাইটটি হল – www.wbifms.gov.in। আবেদন করার করার সময় এই ফি জমার চালানটিও জমা দিতে হবে।
আরও পড়ুন : বেসরকারিকরণের পথে ২টি ব্যাঙ্ক, তালিকায় কোন কোন ব্যাঙ্ক
আবেদন করা সময় দরকার পরবে প্যান কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট বা অন্য কোনও সরকারি পরিচয়পত্রের। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সার্টিফিকেট, আর্থিক সচ্ছলতার প্রমাণ, গোডাউন বা লে-আউটের নকশা, বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, এছাড়াও যে বছর আবেদন করা হচ্ছে তার আগের ৩ বছরের আয়কর রিটার্নের রিপোর্ট ও অডিটের রিপোট লাগবে।
আরও পড়ুন : ভারতের জাতীয় পশু বাঘ, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী? ৯৫% মানুষ উত্তর জানেন না