ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা দেখবেন যেভাবে

How to check your name in voters’ list?

বাংলায় ভোটের দামামা বেজে গেছে। আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সবাই মোটামুটি ঠিক করে ফেলেছেন এবারের ভোট কার পক্ষে দেবেন। এমন সময়ে আপনি বুঝবেন কীভাবে ভোটার লিস্টে (Voter List) আপনার নাম রয়েছে কিনা? এই সহজ পদ্ধতিগুলি মেনে চললেই দেখতে পারবেন ভোটার তালিকায় (Voter List) আপনার নাম রয়েছে। তাহলে এখনই বাড়ি বসেই অনলাইনে দেখে নিন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা।

কীভাবে ভোটার লিস্টে আপনার নাম দেখবেন?

  • ভোটার তালিকায় নাম আছে কিনা তা দেখার জন্য প্রথমেই www.nvsp.in ওয়েবসাইটে ঢুকতে হবে।
  • বাঁদিকে হলুদ রংয়ে Search in electoral roll অপশনটি ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে
  • https://electoralsearch.in/ এই পেজে আপনি ডিটেইলস এর মাধ্যমে বা এপিক নম্বরের মাধ্যমে সার্চ করতে পারেন।

How to Check your name in voter list?

আপনি ডিটেইলস এর মাধ্যমে নিজের নাম খুঁজতে চাইলে Search by Details- অপশনটিতে ক্লিক করুন। সেখানে নাম, বয়স, ঠিকানা ইত্যাদি যা যা তথ্য চাওয়া হবে তা দিন এবং তারপর সার্চ অপশনে ক্লিক করুন। যদি আপনার নাম দেখায় তার মানে ভোটার তালিকায় আপনার নাম আছে।

Search your Name in Voter List

আপনি যদি এপিক নম্বরের মাধ্যমে নিজের নাম খুঁজতে চান সেক্ষেত্রে Search by EPIC No অপশনে গিয়ে আপনার এপিক নম্বর এবং রাজ্যের নাম দিন। এরপরে একটি কোড আসবে।সেই কোড দিয়ে ফর্ম ফিলাপ করে সার্চ অপশনে ক্লিক করুন। যদি আপনার নাম আসে তার অর্থ, ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত হয়ে গেছে।