সিলিন্ডারে কতটা গ্যাস আছে? জানতে হলে করুন এই ছোট্ট কাজ

গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে জেনে নিন বাইরে থেকে

How To Check Gas Level In Cylinder : এলপিজি (LPG) -র ব্যবহার দিনে দিনে বেড়েছে দেশে। শহুরে গৃহস্থে তো এখন এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) অপরিহার্য হয়ে উঠেছে। তবে এই ব্যস্ত জীবনে এলপিজি সিলিন্ডার কখন যে শেষ হয়ে যায়, অনেক সময়ই তা টের পাওয়া যায় না। রান্না করতে করতে আচমকাই ফুরিয়ে যায় গ্যাস। তখন পরতে হয় বিপাকে।

তবে সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। ছোট্ট কায়দা জানা থাকলে আর রান্নার মাঝপথে গ্যাস শেষ হয়ে যাওয়ার সমস্যায় পরতে হবে না। এবার থেকে কিছু টিপস জানা থাকলে সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগেই আপনি বুঝতে পারবেন।

CYLINDER

বিশেষজ্ঞদের দাবি, সিলিন্ডারে গ্যাসের পরিমাণ বুঝতে দরকার শুধু একটুকরো ভিজা ন্যাকড়া বা কাপড়। একটি কাপড় ভিজিয়ে, তা ভাল করে নিংড়ে নিতে হবে। এ বারে ন্যাকড়াটি পেঁচিয়ে দিতে হবে যে সিলিন্ডার ব্যবহার হচ্ছে রান্নাঘরে তার গায়ে। এরপর মিনিট খানেক অপেক্ষা করলেই কেল্লাফতে।

কারণ তখনই দেখা যাবে ন্যাকড়ার কিছুটা অংশ ভিজে থাকলেও, কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে। কাপড়ের যে অংশটি শুকিয়ে গিয়েছে, বুঝবেন সেই অংশের নিচে থাকা সিলিন্ডারে গ্যাস নেই। আসলে, সিলিন্ডারের যে অংশটি খালি থাকে, ভেতর থেকে তা গরম হয়ে যায়।

CYLINDER

এ অবস্থায় সিলিন্ডারের ওই অংশের ওপরে থাকা ভেজা কাপড়ের জল দ্রুত শুকিয়ে যায়। যে অংশে এলপিজি গ্যাস আছে তা কিছুক্ষণ পর গিয়ে শুকোবে। এই সহজ উপায়ে আপনি জানতে পারবেন, আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে।

CYLINDER

আরও পড়ুন : বৃষ্টিতে ফোন ভিজে গেলে কী করবেন? মাথায় রাখুন এই ৫ জরুরী কথা

এছাড়াও সিলিন্ডারে গ্যাস শেষ হলে আরেকটি বোঝার উপায় আছে। রান্না করতে করতে অনেক সময় দেখবেন আগুনের রং লাল রঙের হচ্ছে। এটা সাধারণত হয় দুটি কারণে। এক, গ্যাস শেষ হওয়ার আগে। আর দুই, বার্নার বা ওভেনে ময়লা জমলে।

আরও পড়ুন : ১ মাসেও পচবে না, রইল বর্ষায় আদা ভাল রাখার দুর্দান্ত টিপস