“Aadhaar Card”-এর গুরুত্ব আমাদের কাছে ঠিক কতখানি সেটা নিশ্চই আর বলার প্রয়োজন নেই। গ্যাসের ভর্তুকি থেকে সরকারি নানান সুবিধা সবেতেই মাস্ট আধার কার্ড। সময়ের সঙ্গে তাল মিলিয়ে UIDAI মাঝে মাঝেই তাই নতুন নতুন ঘোষণা করে।
এবার বড় ঘোষণা করলো UIDAI। বদলে গেল আধার কার্ডের চেহারা। UIDAI নির্দেশে এবার থেকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) প্লাস্টিকের কার্ডে ছাপা হবে আধার কার্ড। PVC Aadhaar Card কে এবার থেকে ATM বা ডেবিট কার্ডের মতো ওয়েলেটে সঙ্গে রাখা যাবে।
নতুন Aadhar কার্ড হবে পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)-র। যা জলে ভিজবে না, দুমড়ে মুচড়ে যাবে না। পকেটে বা টাকার ব্যাগে রাখা যাবে। চেহারা হবে ডেবিট, ক্রেডিট কার্ডের মতো। পুরনো আধার কার্ড থাকলেও চাইলে নতুনের আবেদন করা যাবে।

PVC Aadhaar Card-এর আবেদন পদ্ধতি
PVC Aadhaar কার্ড পেতে আপনাকে যেতে হবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে। অথবা এই লিঙ্কে https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint

এবার নিজের Aadhaar Number বা Virtual ID বা EID দিয়ে নির্দিষ্ট স্থানে Security Code দিয়ে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
Aadhaar Number-এর সাথে Mobile Number সংযুক্ত না থাকলে ‘My Mobile number is not registered ‘ অপশনে ক্লিক করুন। এই অপশনে আপনি যে কোনও মোবাইল নম্বর দিয়ে OTP পাবেন। এবার ‘OTP’ টি নির্দিষ্ট স্থানে দিয়ে ‘Verify’ করুন।

এবার আপনার Aadhaar-এর বিস্তারিত বিবরণ আপনি দেখতে পারবেন। এরপর নিচে পেমেণ্ট অপশনে ক্লিক করে পেমেণ্ট করতে হবে। এর জন্য খরচ হবে মাত্র ৫০ টাকা।


এরপর UPI বা Credit Card বা Debit Card-এর মাধ্যমে পেমেন্ট করার পর আপনি একটি SRN নম্বর পাবেন। এই SRN নম্বরটি সেভ করে রাখতে পারেন। অথবা Download Payment Receipt এ ক্লিক করে পেমেণ্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারেন।

সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে UIDAI আপনার ঠিকানায় নতুন PVC Aadhaar কার্ড ডাকযোগে পাঠিয়ে দেবে।
আরও পড়ুন : আধারের ভুল সংশোধনের অ্যাপয়েনমেন্ট বুকিং পদ্ধতি
FAQs
পিভিসি আধার কার্ড কী?
PVC আধার কার্ড হল ডেবিট, ক্রেডিট কার্ডের মতো দেখতে PVC অর্থাত্ পলিভিনাইল ক্লোরাইড কার্ডে প্রিন্ট করা নতুন চেহারার আধার কার্ড।
পিভিসি আধার কার্ডের সুবিধা কী?
PVC Aadhaar কার্ডের প্রিন্টিং এবং ল্যামিনেশন কোয়ালিটি সর্বোচ্চ মানের। পিভিসি আধার কার্ডে অনেক টেকসই এবং ক্যারি করা খুব সুবিধাজনক।
PVC Aadhar কার্ডের সিকিউরিটি ফিচার্স কী কী?
নতুন আধার কার্ডে সিকিউরিটি বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখ্য হল হলোগ্রাম, গুইলোচে প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্সট।
Aadhar-এর সঙ্গে Mobile নম্বর লিঙ্ক না থাকলে PVC Aadhaar কার্ডের আবেদন করবেন কীভাবে?
Aadhaar কার্ডের সঙ্গে যাঁদের মোবাইল নম্বর রেজিস্ট্রার করা নেই তাঁরা নন-রেজিস্টার্ড/বিকল্প ফোন নম্বর থেকে এটি অর্ডার দিতে পারবেন (PVC Aadhaar Card Online Order)।
পিভিসি আধার কার্ড পেতে কত দিন সময় লাগে?
সাধারণত পিভিসি আধার কার্ড Online-এ অর্ডার দেওয়ার পরে ৫ দিনের মধ্যে নতুন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে।
কীভাবে PVC Aadhaar কার্ড Status ট্রাক করবেন?
UIDAI-এর সাইটে লগইন করে ‘My Aadhaar‘ ট্যাবে যান। এবার ‘Check Aadhaar PVC card status‘-এ ক্লিক করুন।
এবার প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে Check Status-এ ক্লিক করুন। এবার দেখে নিন আপনার PVC Aadhaar Card Status।
আধার PVC কার্ড অর্ডার দিতে কত টাকা লাগে?
আধার PVC কার্ড অর্ডার দিতে GST এবং স্পিড পোস্টের চার্জ মিলিয়ে আপনাকে মোট ৫০ টাকা খরচ করতে হবে।