কীভাবে নিজেকে ধোনির চরিত্রে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত, দেখে নিন ধাপে ধাপে

প্রয়াণের পর প্রথম জন্মদিন। গত ২১সে জানুয়ারি পার হলো প্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ৩৫ তম জন্মবার্ষিকী।বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তবে তার সবথেকে সফল অনস্ক্রিন চরিত্রের কথা বলতে হলে অবশ্যই “এম এস ধোনি:দি আনটোল্ড স্টোরি” তে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চরিত্রে তার অভিনয়ের কথা বলতে হয়।ছবিতে অসাধারণ নিপুণতার সাথে ধোনিকে ফুটিয়ে তুলেছিলেন তিনি।

এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অভিনয়ের সাথে সাথে ক্রিকেটেও দক্ষতা অর্জন করতে হয়েছে তাকে।ধোনির হেলিকপ্টার শট নকল করার জন্য ৯মাস কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।শুধু তাই নয়,নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক কিরন মোরের তত্ত্বাবধানে অনুশীলন করেছিলেন তিনি।

সিনেমার প্রযোজক অরুণ পাণ্ডে জানান কিরণ মোড়ের কাছে থেকে উইকেট কিপিং এর ট্রেনিং নিয়েছিলেন তিনি যাতে তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উইকেট কিপারের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারেন।তিনি আরও জানান, অনুশীলন চলাকালীন শিরদাঁড়ায় চোট লেগেছিল সুশান্তের।কিন্তু এক সপ্তাহে রিহ্যাব থেকে সুস্থ্য হয়ে ফিরে আবার কাজে মন দেন অভিনেতা।

সুশান্ত সিং রাজপুতের কাছে ক্রিকেট কিন্তু সম্পূর্ন নতুন বিষয় ছিলনা। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন দেখার আগে তিনি দেখেছিলেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন।তার এই স্বপ্নও পূরণ হয় সিনেমার জগতে এসেই যখন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করেন তিনি।তবে সিলভার স্ক্রিনে এর আগেও  ‘কাই পো ছে’তেও ক্রিকেট কোচের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

শুটের সময় মহেন্দ্র সিং ধোনির খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন সুশান্ত। তার হাঁটাচলা, মুখভঙ্গি সবকিছুই নকল করতেন তিনি। সুশান্তের পরিশ্রমের অনেক প্রশংসা করেছিলেন ধোনি নিজেও।সুশান্তের মৃত্যুর পর তার বান্ধবী জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে খুবই শ্রদ্ধা করতেন সুশান্ত,চাইতেন তার মতনই হতে।

গত ১৪ই জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই খবরে দেশজুড়ে সুশান্তের ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শোকের ছায়া নামে বলিউডে।এই খবরে ভেঙে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনিও। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ব্যবসায়িক ম্যানেজার জানান, সুশান্তের অকস্মাৎ মৃত্যুর খবর ভেতর থেকে ভেঙে দেয় ধোনিকে।প্রসঙ্গত উল্লেখ্য,সুশান্তের মৃত্যুকে ঘিরে এখনও চলছে তদন্ত।