ঘন ঘন তেলের দাম বাড়ছে কেন, তেলের দাম কীভাবে ঠিক করা হয়

প্রায় প্রতিনিয়ত ঐ বেড়ে চলছে পেট্রোল- ডিজেলের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই দাম নিয়ন্ত্রণে থাকলেও ভারতের বাজারে তা ঊর্ধ্বমুখী। এই প্রসঙ্গ নিয়ে বহু দিন ধরেই সুর চড়াচ্ছে বিরোধীরা।সম্প্রতি এই প্রসঙ্গ নিয়ে সুর চড়াতে শুরু করেছেন বিজেপি দলের লোকেরাও।কিন্তু কেন দেশের বাজারে এতটা দাম বৃদ্ধি পেট্রোল-ডিজেলের?

প্রতিনিয়তই বাড়ছে এই দাম। শুক্রবার শহর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮৮.৩০ টাকা এবং ডিজেলের দাম ৮০.৭১ টাকা।এই দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে পেট্রলের বেসিক মূল্য গত চার তারিখে ছিল ২৯ টাকা ৩৪ পয়সা। তাহলে কেন ভারতের বাজারে বাড়ছে দাম?

   

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণ

ভারতের বাজারে দাম বৃদ্ধির মূল কারণ গুলি হল কেন্দ্র সরকারের ট্যাক্স, রাজ্য সরকারের ভ্যাট, বিক্রেতাদের কমিশন এবং সেস। জ্বালানির দাম বাড়ার সাথে সাথে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে পাল্লা দিয়ে।

কোথায় কতটা ট্যাক্স দিতে হয়?

গত ৪ ই ফেব্রুয়ারির হিসেবে দেখা যাবে আন্তর্জাতিক বাজারের এবং ভারতের বাজারেও পেট্রোলের বেসিক মূল্য ছিল ২৯.৩৪ টাকা।এর সাথে কেন্দ্র সরকারের ট্যাক্স হিসেবে ৩২ টাকা এবং রাজ্য সরকারের ভ্যাট হিসেবে ২০ টাকা যুক্ত হয়েছে। না তবে এখানেই শেষ নয়। এরপরেও আছে বিক্রেতাদের কমিশন এবং সেস।

আরও পড়ুন : একটি পেট্রোল পাম্প প্রতিদিন কত টাকা রোজগার করে?

পেট্রোল-ডিজেলের দাম ঘন ঘন পরিবর্তন হয় কেন?

লক্ষ করলে দেখা যাবে পেট্রোল ডিজেলের মূল্য সাধারণত একেক দিন একেক রকম হয়।এর মূল কারণ প্রতিদিনের দামের ভিত্তিতে এই ট্যাক্স ভ্যাট কমিশনারেট পরিবর্তন হয়। এই সব রকম দাম যুক্ত করে পেট্রোল-ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।

আরও পড়ুন : পেট্রোল পাম্পে প্রতিদিন এই ৪টি পদ্ধতিতে আপনাকে ঠকানো হয়

সম্প্রতি এই দামের ওপরেও আবার কৃষি সেস বসেছে যা লিটার প্রতি পেট্রোলের ৪ টাকা এবং ডিজেলে ২ টাকা ৫০ পয়সা।অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথা অনুযায়ী এই টাকা ট্রেন সরবরাহকারী সংস্থাগুলি দেবে, সাধারন মানুষের পকেটে এর প্রভাব পড়বে না।