ভারতে কোন নোট ছাপাতে কত খরচ হয়? জানলে আপনি চমকে হবেন

Indian Note Making Cost : টাকা থাকলে সব সমস্যাই দূর করা সম্ভব। টাকা কামাতে পরিশ্রম লাগলেও একবার টাকা কামানো হয় গেলে সেই টাকা সংরক্ষণ করা সত্যিই চাপের। কিছু না কিছু কারণে সেই টাকা খরচ হয় যায়। তাই কিভাবে টাকা বাঁচাতে সেই বিষয়ে সকলে জানেন না।

তবে যেই টাকার জন্য আমরা এত পরিশ্রম করি সেই টাকা কিন্তু তৈরি করে সরকার। আর এই টাকা তৈরি করতেও টাকা খরচ করতে হয়। হ্যাঁ, একদম ঠিক টাকা ছাপাতেও টাকা খরচ করতে হয়। আর এই কাজ করে ‘RBI’ (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)।

INDIAN NOTES

তবে অনেকেই হয়তো অবাক হবে শুনে যে, টাকা ছাপানোর খরচের চেয়ে কয়েন ছাপানোর খরচ আরও বেশি। বর্তমান সময় বাজারে এক ,দুই, পাঁচ ও দশ টাকার কয়েন বেশি চলে। এমনকি কুড়ি টাকারও কয়েন রয়েছে। সব থেকে বেশি খরচ হয় ছোট একটার কয়েন তৈরির সময়।

‘RBI’-এর রিপোর্ট অনুযায়ী, ১ টাকার কয়েন তৈরির খরচ ১ টাকা ১ পয়সা। ২ টাকার কয়েন তৈরিতে খরচ হয় ১ টাকা ২৮ পয়সা। একটি ৫ টাকার কয়েন তৈরির জন্য খরচ করতে হয় ৩ টাকা ৭০ পয়সা, ১০ টাকার কয়েন‌ তৈরিতে খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা।

INDIAN COINS

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, গত দশ বছরে ‘RBI’কে ১০ টাকার হাজার নোট তৈরি করতে খরচ করতে হয়েছিল ৯৬০ টাকা। অর্থাৎ একটি নোট ছাপাতে খরচ করতে হয়েছিল ৯৬ পয়সা।

INDIAN COINS

২০ টাকার নোট ছাপাতে খরচ‌ হয় ৯৫ পয়সা, ৫০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১.১৩ টাকা, ১০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১.৭৭ টাকা, ২০০ টাকার‌ নোট ছাপাতে খরচ হয় ২.৩৭ টাকা, ৫০০ টাকার‌ নোট ছাপাতে খরচ হয় ২.২৯ টাকা। তবে নোট ছাপার সময় সুরক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়।